আদমজীতে ভূমিকম্পে হেলে পড়েছে ৪ তলা ভবন, চরম আতঙ্ক
Published: 24th, November 2025 GMT
সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সারাদেশ, আর তার সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
এই কম্পনে বিভিন্ন স্থানে কমপক্ষে ২৫টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আদমজী নতুন বাজার এলাকায় সায়েমের মালিকানাধীন চারতলা ভবনটি ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে পাশের একটি ভবনের উপর হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার এক বাসিন্দা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্প শুরু হলে আমরা দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসি। পরে দেখতে পাই সায়েমের মালিকানাধীন চারতলা ভবনটি পাশের ভবনের দিকে ঝুঁকে পড়েছে।
তবে হেলে যাওয়া ভবনের মালিক সায়েমের বোন সিফা জানান, ভূমিকম্পের কারণে নয়, বরং সিটি করর্পোরেশনের ড্রেন নির্মাণের ফলেই তাদের বাড়িটি আগেই হেলে ছিল।
এদিকে, নতুন বাজার এলাকার বাসিন্দা সুজন নামে এক ব্যক্তি তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, ৫.
ভূমিকম্পের ফলে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় স্কুল, আবাসিক ভবনসহ প্রায় ২৫টিরও বেশি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু ভবন হেলে পড়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেখে এখন পর্যন্ত ২৫টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।
তিনি আরও বলেন, এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে। তবে যেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা সনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত চিহ্নিত করে নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হোক। যেকোনো বড় বিপর্যয় এড়াতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র ভ ম কম প এল ক য় চ রতল
এছাড়াও পড়ুন:
আদমজী কবরস্থান কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাহিল মাস্টার আর নেই
না ফেরার দেশে চলে গেলেন আদমজী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক, সোনামিয়া বাজারের ব্যবসায়ী, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের সাধারণ সম্পাদক জনাব মাহিল উদ্দিন স্যার (মাহিল মাষ্টার)। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৭নং ওয়ার্ডের কদমতলী উত্তপাড়া গ্যাস লাইন এলাকার বাসিন্দা ছিলেন।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নিয়েছেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের প্রধান উপদেষ্টা এম এ মাসউদ বাদল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের সভাপতি তানভীর কবির মুন্না, আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শাজাহান, তরুণ সমাজ সেবক এডভোকেট রাকিবুল ইসলাম সাগর, শামীম ঢালী প্রমুখ।
বক্তারা মরহুম মাহিল উদ্দিন মাস্টারের জীবনের অনেক সমাজসেবামূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ছোট বড় সবার সাথে হাসিমুখে কুশল বিনিময় করতেন।
জানাজা শেষে মরহুম মাহিল উদ্দিন মাস্টারের মরদেহ আদমজী কবরস্থান কমপ্লেক্সে দাফন করা হয়।