প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের কোচের পদ খালি হলেই (যা বেশ ঘন ঘনই হয়) আলাপ শুরু হয়, নতুন কোচ কে হতে যাচ্ছেন? গুঞ্জন শুরু হয়, নানাজনের নাম আসে। সবচেয়ে বেশি আসে ঠিক ওই সময়ে যাঁরা চাকরিহীন বা ‘বেকার’ আছেন, সেই সব কোচের নাম।

অন্য যেকোনো বেকার মানুষের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই একটা চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার। ফুটবল কোচদের ক্ষেত্রেও কি তা-ই? বেকার থাকলেই কি নতুন প্রস্তাব পেলে ‘হ্যাঁ’ বলে দেন কোচরা?

আরও পড়ুনপ্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে চাকরি হারানো ১০ কোচ২০ অক্টোবর ২০২৫

উদাহরণ হিসেবে ধরুন গ্যারি ও’নিলকে। উলভারহ্যাম্পটন তাঁকে বিদায় করে দেওয়ার পর প্রায় এক বছর তিনি চাকরিহীন। দল পয়েন্ট তালিকার ১৯ নম্বরে নেমে যাওয়ার পর গত বছর ডিসেম্বরে তিনি বরখাস্ত হয়েছিলেন। তাঁর জায়গায় দায়িত্ব নিয়ে উলভসকে অবনমন থেকে বাঁচিয়ে দেন ভিতর পেরেইরা। কিন্তু এই মৌসুমে সেই পেরেইরার অধীনে আবার ২০ নম্বরে নেমে গেছে উলভস। গত ২ নভেম্বর তাই বরখাস্ত হয়েছেন পেরেইরা। তারপর ক্লাব আবার ও’নিলকে প্রস্তাব দিয়েছিল কোচের দায়িত্বে ফিরে আসার জন্য।

গ্যারি ও’নিল ফিরিয়ে দিয়েছেন উলভসে ফেরার প্রস্তাব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফুটবল কোচের চাকরি: কেন কেউ চায়, কেন কেউ ফেরায়

প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের কোচের পদ খালি হলেই (যা বেশ ঘন ঘনই হয়) আলাপ শুরু হয়, নতুন কোচ কে হতে যাচ্ছেন? গুঞ্জন শুরু হয়, নানাজনের নাম আসে। সবচেয়ে বেশি আসে ঠিক ওই সময়ে যাঁরা চাকরিহীন বা ‘বেকার’ আছেন, সেই সব কোচের নাম।

অন্য যেকোনো বেকার মানুষের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই একটা চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার। ফুটবল কোচদের ক্ষেত্রেও কি তা-ই? বেকার থাকলেই কি নতুন প্রস্তাব পেলে ‘হ্যাঁ’ বলে দেন কোচরা?

আরও পড়ুনপ্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে চাকরি হারানো ১০ কোচ২০ অক্টোবর ২০২৫

উদাহরণ হিসেবে ধরুন গ্যারি ও’নিলকে। উলভারহ্যাম্পটন তাঁকে বিদায় করে দেওয়ার পর প্রায় এক বছর তিনি চাকরিহীন। দল পয়েন্ট তালিকার ১৯ নম্বরে নেমে যাওয়ার পর গত বছর ডিসেম্বরে তিনি বরখাস্ত হয়েছিলেন। তাঁর জায়গায় দায়িত্ব নিয়ে উলভসকে অবনমন থেকে বাঁচিয়ে দেন ভিতর পেরেইরা। কিন্তু এই মৌসুমে সেই পেরেইরার অধীনে আবার ২০ নম্বরে নেমে গেছে উলভস। গত ২ নভেম্বর তাই বরখাস্ত হয়েছেন পেরেইরা। তারপর ক্লাব আবার ও’নিলকে প্রস্তাব দিয়েছিল কোচের দায়িত্বে ফিরে আসার জন্য।

গ্যারি ও’নিল ফিরিয়ে দিয়েছেন উলভসে ফেরার প্রস্তাব

সম্পর্কিত নিবন্ধ