খুশকি দেখা দিতে পারে কয়েকটি ভিন্ন ধরনের রোগে। অর্থাৎ সবার ক্ষেত্রে খুশকির কারণ এক নয়। চিকিৎসাপদ্ধতিও আলাদা। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে চিকিৎসা নিলে জটিলতা বাড়তে পারে।

আরও মনে রাখতে হবে যে খুশকি প্রতিরোধে জীবনধারা খুব গুরুত্বপূর্ণ। খুশকির কারণ ও চিকিৎসা সম্পর্কে এমনটাই বলছিলেন রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা.

সিনথিয়া আলম।

খুশকির কারণ ও ধরন

সাধারণত যে ছোট সাদা গুঁড়ার মতো খুশকি দেখা যায়, তা সেবোরিক ডারমাটাইটিস রোগে হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই ছত্রাকরোধী শ্যাম্পু (২ শতাংশ কিটোকোনাজল শ্যাম্পু) দিয়ে এর চিকিৎসা করা হয়।

তবে এই শ্যাম্পু আবার রোজকার ব্যবহার্য নয়। তিন দিন অন্তর ব্যবহার করতে হয়। শরীরের অন্যান্য স্থান, যেখানে হেয়ার ফলিকল আছে, সেখানেও হতে পারে সেবোরিক ডারমাটাইটিস।

সাধারণত যে ছোট সাদা গুঁড়ার মতো খুশকি দেখা যায়, তা সেবোরিক ডারমাটাইটিস রোগে হয়ে থাকে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে এতিমখানার ছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে শাহ জব্বারিয়া এতিমখানার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

শিশুটির পরিবার বলছে, বিকেলে বার্মিজ মার্কেটে নাস্তার জন্যে বের হলে তাকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

অপহৃত শিশু মোহাম্মদ তকী তাযওয়ার (১২) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মোহাম্মদ নোমানের ছেলে। সে শাহ জব্বারিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় তকীর চাচা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে রোববার (২৩ নভেম্বর) কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অপহরণকারী চক্রের সদস্যরা রবিবার সন্ধ্যার দিকে তকীর ভাইয়ের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেসময় অজ্ঞাতব্যাক্তি ফোনে এই টাকা না পেলে তকীকে হত্যা অথবা পাচার করে দিবে বলে হুমকি দেয়। এ অবস্থায় তকীর জীবন নিয়ে পরিবারের সদস্যরা শঙ্কিত।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, শিশুটির পরিবারের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশের টিম শিশুটিকে উদ্ধারে মাঠে কাজ করছে।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ