নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
Published: 24th, November 2025 GMT
নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী আনোয়ারা খাতুন (২৫) ঘটনাস্থলে নিহত ও স্বামী সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের ওয়াবদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলামের বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের বালাপাড়া নাউয়াপাড়ায়। তারা উভয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেডে কর্মচারী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরো পড়ুন:
খুঁটিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বামী-স্ত্রী প্রতিদিনের মতো ডিউটি শেষে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে এসে সামনের ট্রলিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় স্ত্রী আনোয়ারা খাতুন মোটরসাইকেলের পিছন থেকে পা পিছলে পড়ে যায়। এমন সময় চলন্ত ট্রাক তাকে পিষ্ট করে এবং মোটরসাইকেলে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ারা খাতুনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন সিরাজুল ইসলাম। এতে তিনি মাথায় ও বুকে আঘাত পেয়েছেন। আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনার পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস, সৈয়দপুর থানা পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে অনেক যানবাহন আটকা পড়ে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/সিথুন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন হত স য়দপ র
এছাড়াও পড়ুন:
সরকারিভাবেই প্রাকৃতিক উৎস থেকে মাছ সংগ্রহের আগ্রহ কমে গেছে: মৎস্য উপদেষ্টা
ছবি; ওয়েভ ফাউন্ডেশন।