চট্টগ্রাম বন্দরের ইজারা প্রক্রিয়া নিয়ে সমঝোতা না হওয়ায় বুধবার (২৬ নভেম্বর) তিন ঘণ্টার জন্য বন্দরের প্রবেশমুখে অবরোধের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

সোমবার (২৪ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে স্কপ নেতারা এই ঘোষণা দেন।

বৈঠকে বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর কাওছার রশিদ, সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের প্রতিনিধিত্ব করেন তপন দত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার ও এস কে খোদা তোতন।

বন্দর কর্মকর্তারা জানান, এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে, কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান ছুটিতে থাকায় নভেম্বরের মধ্যে চুক্তির কোনো সম্ভাবনা নেই।

তারা আরো বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হলে অন্তর্বর্তী সরকারের পক্ষে এই ধরনের চুক্তি করা সম্ভব হবে না। তাই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই।

স্কপ নেতারা জানান, বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরীর সাত দিনের মধ্যে এনসিটি চুক্তি হবে মন্তব্যে শ্রমিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক বা আইনি অধিকার নেই।

তারা বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দরের প্রবেশমুখ মাইলের মাথা, টোল রোড টোলপ্লাজা গেট এবং বড় পুল এলাকায় অবরোধ চলবে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল বন্দরের প্রবেশমুখে অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রাম বন্দর সিসিটি এবং এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছে বন্দর রক্ষা পরিষদ।

বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, দোয়া চাইল বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ও হৃদরোগের সমস্যা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সম্পর্কিত নিবন্ধ