নারায়নগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয় এর অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার আয়োজনে উপজেলা ভিত্তিক পানি সম্পদের গ্রামীন অংশগ্রহনমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ভূগর্ভস্থ পানি ক্রমশ কমে যাওয়ায় নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সামাদ। আরও উপস্থিত ছিলেন-প্রকৌশলী ফয়সাল মেহেদী, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিত্র মন্ডল চন্দ্র সহ উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।

সভায় পানি আইন ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের দশটি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা গ্রামীণ অংশ গ্রহণমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জের গোগনগর, বক্তাবলি, কুতুবাইল ও শিবুমার্কেটসহ বেশ কয়েকটি এলাকা বর্তমানে ঝুঁকিতে রয়েছে। যা ১০ বছরে ১০০ ফুটেরও নিচে চলে গেছে। ২০২৫ সালে তা ১৫১ ফুটেরও নিচে দাঁড়িয়েছে।

ফতুল্লা, রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকার চিত্র অনেকটা একই রকম। গত বছর এনায়েতনগর ইউনিয়নে সুপেয় পানি মিলতো ১৭৫ ফুট গভীরে। এই বছর আরো ১৩ ফুট গভীরে গিয়ে ১৮৮ ফুটে মিলছে এনায়েতনগরে ভূগর্ভের সুপেয় পানি। 

এদিকে, গত বছরের তুলনায় এবছর ফতুল্লা ইউনিয়নে ৮ ফুট গভীরে নেমছে ভূ-গর্ভের পানি। যেখানে ১৯০ ফুট গভীরে পাওয়া যেত সুপেয় পানি, সেখানে এখন পানির স্তর মিলছে ১৯৮ ফুট গভীরে। এক বছরের ব্যবধানে কাশিপুরে পানির স্তর নেমেছে ৬ ফুট গভীরে।

বর্তমানে এই ইউনিয়নে পানির স্তর ১৭১ ফুট গভীরে রয়েছে। গত বছরের তুলনায় ২ ফুট নিচে নেমে ১৪২ ফুট গভীরে মিলছে গোগনগর ইউনিয়নের সুপেয় পানির স্তর। আর ১ ফুট করে নিচে নেমে ১০৬ ফুট গভীরে রয়েছে আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের পানির স্তর।

কর্মশালায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সামাদ বলেছেন, নারায়ণগঞ্জ অঞ্চলে দিনের পর দিন যেভাবে পানির স্তর নিচের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমরা এক সময় পানি শূন্য হয়ে পড়বো।

তাই পানির অপচয় রোধে সকলের সচেতন হতে হবে। এ ছাড়াও পানি দূষন হতে সকলকে সভা সমাবেশের মাধ্যমে তৎপর হতে হবে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প ন র স তর উপজ ল

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটলের চিহ্ন

শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পে পঞ্চপটিক টু মুক্তারপুর নির্মাণাধীন দ্বিতল সড়কের ৭৭ নম্বর পিলারের উপরের অংশে ফাটল দেখা দিয়েছে।

বিষয়টি জানাজানি হতেই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর মুন্সিবাড়ি এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, ভূমিকম্পের আগে পিলারটি স্বাভাবিক ছিল। কিন্তু ভূমিকম্পের পরপরই উপরের অংশে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। তবে পিলারের নিচের অংশ একেবারেই অক্ষত। 

এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে ফ্লাইওভারের কাজ করা কয়েকজন শ্রমিক জানান, ভূমিকম্পের আগ পর্যন্ত পিলারটিতে ফাটলের কোনো চিহ্ন ছিল না।

ফাটলটি কতটা ঝুঁকিপূর্ণ এবং দ্রুত মেরামতের প্রয়োজন আছে কি না—এ নিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

২০২০ সালের ৮ ডিসেম্বর একনেক সভায় এ প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা। 

প্রকল্পটি জিওবি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ১ জানুয়ারি। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াত করেন। এমন অবস্থায় সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা গেছে।

এ বিষয়ে পঞ্চবটি- মুক্তারপুর ফ্লাইওভারের প্রকল্প কর্মকর্তা মো. ওহিদুজ্জামান বলেন, ফ্লাইওভারে কোথাও ফাটল ধরেনি। ফ্লাইওভারের নিচে ব্লক গুলোর চলটি (আস্তরণ) উঠে গেছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো রায়হান কবির জানান, পিলারের ব্লকে ফাটল দেখা যাওয়ার বিষয় আমি সংশ্লিষ্টদের জানাচ্ছি এবং বিষয়টি যাচাই করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে কোন দুর্ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের ঝুঁকি না থাকে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য উদ্দেশ্য  প্রণোদিত, সত্যতা নেই : বিডিআর রফিক 
  • ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক
  • প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া
  • ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
  • বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মহানগর যুবদল ঐক্যবদ্ধ
  • নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম 
  • বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া  
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটলের চিহ্ন