সাভারে বায়োজিন কসমেসিউটিক্যালসের নতুন শাখা
Published: 24th, November 2025 GMT
শনিবার (২২ নভেম্বর) সাভারের জলেশ্বর শিমুলতলার এম কে টাওয়ারে উদ্বোধন করা হয়েছে স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ১৮তম শাখা।
বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক, ফারজানা ইসলাম (মেক ইট আপ বাই ফারজানা ইসলাম), ইশায়া তাহসিন, আয়েশা আক্তার তৌশি (নেভার টু এক্সট্রা) এবং নাজমী জান্নাত।
বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—সব এক ছাদের নিচে পাচ্ছেন সাভারের স্থানীয় গ্রাহকেরা। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের নির্দিষ্ট অথেনটিক ডার্মো কসমেটিকস ও ট্রিটমেন্টে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে।
অনুষ্ঠানে উপস্থিত সাভারের স্থানীয় বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ‘এত দিন বায়োজিনের ট্রিটমেন্ট নিতে হলে গাজীপুর বা মিরপুর ব্রাঞ্চে যাওয়া লাগত। এখন বাসার কাছেই ব্রাঞ্চ হওয়ায় সহজে সেবা নিতে পারব।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাবিতে নবীনদের বরণে নাট্যোৎসব ‘জাগরণী’ মঙ্গলবার থেকে
‘সুগন্ধীর মঞ্চে আসুক নব সারথি’ এই স্লোগানকে সামনে রেখে ‘জাগরণী’ শিরোনামে জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্যোৎসব ২০২৫।
২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ধরে চলবে এই নাট্যউৎসব।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংবাদ সম্মেলনে এসে এই তথ্য তুলে ধরেন জাহাঙ্গীরনগর থিয়েটারের দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা কর্মকার।
তিনি বলেন, “জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগ বদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী। আমরা আশা করি বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব।”
তিন দিনব্যাপী নাট্যোৎসবের সূচির বিষয়ে তিনি জানান, নাটক প্রদর্শিত হবে সন্ধ্যা ৭টায়, সেলিম আল দীন মুক্তমঞ্চে।
প্রথম দিনে প্রদর্শন করা হবে থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত, অলোক বসু রচিত ও নির্দেশিত ‘কমলা রঙের বোধ’ নাটক। দ্বিতীয় দিনে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের, টি.এস.সি প্রযোজনা ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’; যার রচনা ও নির্দেশনায় রয়েছেন শাঁওলি। তৃতীয় এবং সর্বশেষ দিনে থাকবে প্রাচ্যনাটের পরিবেশনায় ‘কিনু কাহারের থেটার’, যার রচয়িতা মনোজ মিত্র ও নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এই নাট্যোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে, জানান প্রিয়াঙ্কা কর্মকার।
ঢাকা/আহসান/রাসেল