আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা
Published: 24th, November 2025 GMT
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় যাদুঘরে প্রধান মিলনায়তনে ‘মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ মসজিদ মিশন এসেমিনারের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, “৫৪ বছর ধরে নিপীড়ন, বির্যাতন, নিগ্রহের পরেও ইসলামি শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, ওঠা বাকি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে।”
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন সম্পর্কে ধর্ম উপদেষ্টা বলেন, “এ আইনের অনেক ধারা সরাসরি ইসলামি শরীয়তের সাথে সাংঘর্ষিক। সে সময় যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা এ আইনের বিরুদ্ধে আন্দোলন, সেমিনার, সিম্পোজিয়াম করেছেন, কিন্তু তারা পারেন নি। তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান অনেকটা গায়ের জোরে এই আইন পাস করেন।”
হিলে বিয়ে শরিয়তে হারাম উল্লেখ করে ড.
ধর্ম উপদেষ্টা বলেন, “ইসলামি শরিয়তে দণ্ডবিধি আরোপের ক্ষমতা কোনো আলেম কিংবা মুফতির নেই। তারা কেবল ফতোয়া দিবেন, কুরআন-হাদীসের বর্ণনা তুলে ধরবেন। বিচার করবে আদালত। আদালত রায় কার্যকর করবে প্রশাসন।”
এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।
শরিয়াহ আইন প্রচলনের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, “এ দাবি ৫৪ বছর ধরে করে এসেছি। দাবি জানাতে কোনো আপত্তি নেই। তবে যতদিন পর্যন্ত সংসদের অধিকাংশ আসন শরিয়ত মেনে চলে এরূপ মানুষ দিয়ে ভর্তি না হবে ততদিন দাবি জানিয়ে কোনো লাভ হবে না। এজন্য দীর্ঘ মেয়াদি প্রজেক্টের দিকে আমাদের এগোতে হবে। শুধু এক বা দুজনকে দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন সম্ভব নয়।”
বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে ‘মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। অনুষ্ঠানে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম ও একই বিশ্ববিদ্যালয়ের-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এ সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের ভোট চেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
সোমবার (২৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়াডের চর সুমিলপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। দিনের ভোট রাতে হয়েছে। আমি-ডামির নির্বাচন হয়েছে। মানুষ ভোট দিতে পারে নাই।
মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। মানুষ যদি কথা বলতে চাইত তাহলে হামলা-মালা চলত। আল্লাহর রহমতে এ দেশ থেকে স্বৈরাচার বিদায় হযেছে। আমরা চাই সবাইকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে থাকবে না কোন সন্ত্রাস, কোন ভুমিদস্যু, এমন একটি সমাজ গড়তে চাই।
তিনি বলেন, দল যাকে বিএনপির মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।
এ-সময় উপস্থিত ছিলেন, মুনির হোসেন, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন, দেলোয়ার হোসেন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আলী আক্কাস, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, সহসভাপতি এরশাদ গাজী, সহসাধারণ রুবেল হোসেন মিন্টু, ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সহসভাপতি হুমায়ুন, ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি জাবেদ, মহিলা বিষয়ক সম্পাদক জরিনা বেগম, হাজেরা বেগম, জাবেদ, যুবদল নেতাওমর শরীফ, বাবু, ওসমান,রুবেন, সাজ্জাদ, রুহুল আমিন।