৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার রাতে। এদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রার্থীদের একাংশ। আজ মঙ্গলবার বেলা ১১টায় যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সোমবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চলছে। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন। নীলক্ষেত ও শাহবাগ মোড় অবরোধের পাশাপাশি রাজশাহী ও ময়মনসিংহে রেলপথও অবরুদ্ধ হয়। অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জন কারার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আন্দোলনের অংশ নেওয়া নেতৃবৃন্দ।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

৪৭তম বিসিএসের রুটিন প্রকাশ.

pdfডাউনলোড

আবশ্যিক বিষয়ের পরীক্ষার সময়সূচি—

২৭ নভেম্বর: বাংলা (০০১)

৩০ নভেম্বর: বাংলা (০০২)

১ ডিসেম্বর: ইংরেজি (০০৩)

৩ ডিসেম্বর: বাংলাদেশ বিষয়াবলি (০০৫)

৪ ডিসেম্বর: আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭)

৭ ডিসেম্বর: গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯)

৮ ডিসেম্বর: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)

১০ ডিসেম্বর থেকে শুরু হবে পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা।

আরও পড়ুন৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ৫৭ মিনিট আগে

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এতে মোট উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। গত ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন৩ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ল খ ত পর ক ষ ল খ ত পর ক ষ র ড স ম বর প রক শ

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ

বৈষম্য দূর করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীর উপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অ্যাডমিট কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।

আরো পড়ুন:

ভূমিকম্পে ফাটল: রাবি শেরে বাংলা হলের শিক্ষার্থীদের সরানো হচ্ছে

জাবির ৪৫তম ব্যাচের রাজা–রানি নির্বাচন শুক্রবার

অবরোধ চলাকালে ‘এক দুই তিন চার, পিএসসি সৈরাচার’, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস?’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে পিসএসসি কি করে? ’, ‘আমার ভাই অনশনে, মাহফুজ কি করে?’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘অ্যাকশন অ্যাকশন ছাত্রসমাজের অ্যাকশন’, ‘সৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “পিএসসি আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস পাব? আমাদের সঙ্গে এ বৈষম্য কেন করা হচ্ছে? আমরা আজ যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। ঢাকাই আমার ভাইদের উপর স্বৈরাচারী কায়দায় হামলা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি দাবি করে বলেন, “আমাদের পর্যাপ্ত সময় দিয়ে যৌক্তিক সময়ে নিতে হবে। যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।”

কৃষি অনুষদের শিক্ষার্থী আনিকা বলেন, “ছাত্রদল, শিবির, এনসিপি সবাই স্বীকার করেছে, এটা যৌক্তিক আন্দোলন। তাহলে কেন আমরা এর কোন সমাধান পাচ্ছি না। আমরা কেন বৈষম্যের শিকার হব। ২ মাসে তো সিলেবাসই শেষ করা সম্ভব না, সেখানে দুই মাসে কি ভাবে আমরা পরীক্ষায় বসব।”

তিনি বলেন, “শহীদ মিনারের সামনে আমাদের ভাইয়েরা অনশনে বসেছে। তারপরও আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমরা চাই পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময়ে পরীক্ষা নেওয়া হোক।”

এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে এ ঢাকা-রাজশাহী রেললাইনে চলাচলকারী সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি অব্যহত ছিল।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে আটকে আছে। তাদের অবরোধ শেষ হলে হয়ত ট্রেনটি ছাড়া সম্ভব হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ
  • বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক 
  • বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ 
  • বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে ফের রেল অবরোধ, যাত্রীদের দুর্ভোগ
  • সাড়ে ৩ ঘণ্টা পর রেল অবরোধ স্থগিত বাকৃবি শিক্ষার্থীদের
  • ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রেল অবরোধ
  • নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ