‎গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা অথবা অযোগ্যতা অথবা সদিচ্ছার অভাব।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার শাখারিদহ বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শুধু মুখে বললেই তো হবে না। ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন দিতে হলে সেরা পরিবেশ তৈরি করতে হবে। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে যদি সংসদে পাঠানো না যায়, তাহলে ওই ব্যবসায়ীরা আওয়ামী মমতাজরা যেভাবে সংসদে গেল, এখনো যদি ওই ধরনের লোকেরা সংসদে যায়, তাহলে পরিবর্তনটা কী হবে?

তিনি আরো বলেন, আমি আমজনতার ভাই। আমি কখনোই নেতা হিসেবে আসিনি। আমি আপনাদের লোক। জুলাই আন্দোলন আপনারা করেছেন। মূল্যায়ন যদি করতে হয়, তবে সবার আগে আপনাদের করতে হবে। জনগণের বাইরে কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই।

‎এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, হরিনাকুন্ডু উপজেলার সভাপতি মারুফ জিতু, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.

মিশন আলীসহ অন্য নেতাকর্মীরা।

ঢাকা/সোহাগ/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।

আরো পড়ুন:

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ঝিনাইদহে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজু আহমেদ ওই শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেন। পরে নানা প্রলোভনে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। বাধা দিতে গেলে মুখ চেপে ধরে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করেন। এভাবে গত ১০ নভেম্বর পর্যন্ত একাধিকবার স্কুলের অফিস কক্ষসহ বিভিন্ন জায়গায় নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি।

এ বিষয়ে মামলার আইনজীবী শাহরিয়ার মাহমুদ শাওন বলেন, ‘‘মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলাটি এফআইআর করতে গাংনী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’’

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘‘আদালতের নির্দেশনার কাগজপত্র এখনো থানায় আসেনি। আসলে মামলা রেকর্ড করে তদন্ত কার্যক্রমের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে অভিযান চলানো হবে।’’

ঢাকা/ফারুক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ