চ্যাম্পিয়নস লিগের ম্যাচ, চেলসির মাঠে আজ অতিথি বার্সেলোনা। কোনো সন্দেহ ছাড়াই এই টুর্নামেন্টে এ সপ্তাহের সবচেয়ে বড় লড়াই। ৪টা করে ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান—৭। তবে গোল ব্যবধানে বার্সেলোনা (+৫) কিছুটা ভালো অবস্থানে চেলসির (+৩) চেয়ে। অবশ্য অপটা সুপারকম্পিউটার বলছে, আজ জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে চেলসি (৪১.

৭%), বার্সেলোনার সম্ভাবনা ৩৪.৫%। কম্পিউটারের এমন ভবিষ্যদ্বাণীর কারণও আছে। বার্সেলোনা চেলসির বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে জিতেছে মাত্র একবার!

চ্যাম্পিয়নস লিগে দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচে হতাশ করেছে। চেলসি ৩-১ গোলে হারে বায়ার্ন মিউনিখের কাছে, বার্সা ঘরের মাঠে পিএসজির কাছে পরাজিত হয় ২-১ গোলে। তবে ইংল্যান্ডে বার্সার সাম্প্রতিক রেকর্ড তাদের ভরসা জোগাতে পারে।

ইংল্যান্ডে সর্বশেষ ৯ ম্যাচে তারা হেরেছে মাত্র দুবার, জিতেছে ছয়বার। সেই দুই হার ছিল গার্দিওলার ম্যান সিটি (২০১৬, ৩–১) ও ক্লপের লিভারপুলের কাছে (২০১৯, ৪–০)। এই বার্সেলোনার রেকর্ড দুর্দান্ত, টানা ২৪ ম্যাচে গোল করেছে চ্যাম্পিয়নস লিগে, গোলসংখ্যা মোট ৬৭টি। যেটি এই মুহূর্তে ইউরোপে যেকোনো দলের মধ্যে টানা গোল করার দীর্ঘতম রেকর্ড।

বার্সেলোনার অনুশীলন মাঠ হোয়ান গ্যাম্পার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে লামিনে ইয়ামাল। আজ রাতে তাঁর বড় পরীক্ষা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কমিউনিটি ব্যাংক ও হোটেল আগ্রাবাদের মধ্যে নতুন সহযোগিতা চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হোটেল আগ্রাবাদের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সম্প্রতি চট্টগ্রামে হোটেল আগ্রাবাদ এর কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস, জাহির আহমেদ এবং হোটেল আগ্রাবাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; অগ্রাবাদ ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ রিয়াজ উদ্দিন; আন্দরকিল্লা ব্রাঞ্চের ম্যানেজার আবদুল্লাহ-আল-মামুনসহ অন্যরা।

এছাড়া, হোটেল আগ্রাবাদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. হাসানুল ইসলাম; হেড অব সেলস সঞ্জয় ভৌমিক; ডেপুটি চিফ অ্যাকাউন্ট্যান্ট মো. জামাল হোসেনসহ উর্ব্ধতন কর্মকর্তারা।
 
চুক্তিনুযায়ী হোটেল আগ্রাবাদ, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা সকল আউটলেট ও পার্টনার সেবাসমূহে বিশেষ ছাড় পাবে। কার্ডধারীরা রুম ভাড়ায় ৬০ শতাংশ; মল্লিকা রেস্টুরেন্টে ১৫ শতাংশ; সোহো, বেকারী এবং লন্ড্রিতে ১০ শতাংশ আর সুইমিং পুল ও জিমের বাৎসরিক সদস্য পদের পাশাপাশি স্পাতে পাবেন ২০ শতাংশ ছাড়।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। 

ঢাকা/ইভা   

সম্পর্কিত নিবন্ধ