মুখের ক্যানসার কেন বাড়ছে, প্রতিরোধে করণীয়
Published: 24th, November 2025 GMT
বাংলাদেশে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত রোগী অনেক বেশি। নতুন রোগীও বাড়ছে। খাদ্যনালি বা মুখগহ্বরের কোনো অংশে ক্যানসার হলে এক পর্যায়ে রোগীর জন্য খাবার গ্রহণ কষ্টকর হয়ে পড়ে।
যেসব অভ্যাসের কারণে মুখগহ্বরের সরাসরি ক্ষতি হয়, সেগুলো সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। যেমন তামাক মুখগহ্বর ও খাদ্যনালির শত্রু। তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে মুখগহ্বরের ও খাদ্যনালির কোষে ক্ষত সৃষ্টি হতে থাকে। এই ক্ষত থেকেই একসময় ক্যানসার হয়।
মুখে কেন ক্যানসার হয়সিগারেট, ই-সিগারেট, পান, সুপারি, চুন, জর্দা, গুল, খইনি—সবই মুখগহ্বর ও খাদ্যনালির ক্যানসারের জন্য দায়ী।
আমাদের দেশে যত মানুষ মুখগহ্বর ও খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত, তাঁদের ৮০-৯০ শতাংশেরই তামাক বা তামাকজাত পণ্য সেবনের কারণ রয়েছে।
কেউ কেউ মদপানও করেন। যাঁরা মুখগহ্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নশীল নন কিংবা যাঁদের দাঁতের অংশ অত্যধিক ধারালো, তাঁদের ঝুঁকি বেশি।
প্রক্রিয়াজাত খাবারেও হতে পারে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে মুখের ক্যানসার হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি।
আরও পড়ুনচতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়ার আট বছর পরও লড়ে যাচ্ছেন মঞ্জুশ্রী১২ নভেম্বর ২০২৫উপসর্গ ও শনাক্তযদি মুখে ঘা তৈরি হয় ও চিকিৎসার পরও দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয়, তবে অবশ্যই বায়োপসি বা মাংসের টিস্যু পরীক্ষা করা প্রয়োজন। কারণ, মুখের ঘা বা সাদা ক্ষতকে বলা হয় ক্যানসারপূর্ব ক্ষত।
ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, রিউমাটিক ডিজিজ, পরিপাকতন্ত্রের রোগ, দীর্ঘদিন স্টেরয়েড ওষুধ খান, কৃত্রিম দাঁত ব্যবহার করেন, ধূমপান করলে অবশ্যই দাঁত ও মুখে যেকোনো ঘা দেখা দেওয়ামাত্র চিকিৎসকের পরামর্শ নিন।
যদি দেখেন মুখগহ্বরের ক্ষত বা ঘা শুকাচ্ছে না, রক্তক্ষরণ বা গিলতে অসুবিধা হচ্ছে, সব সময় গলায় কোনো কিছুর উপস্থিতি অনুভূত হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মুখগহ্বরের কোষকলায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করুন।
আরও পড়ুনপাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়১৭ নভেম্বর ২০২৫প্রতিরোধে করণীয়তামাক ও তামাকজাত পণ্য সেবন বন্ধ করুন।
দুবেলা ব্রাশ ও খাওয়ার পর ভালোভাবে কুলকুচি করুন।
দাঁতের কোনো অংশ ধারালো থাকলে চিকিৎসা করান।
প্রচুর ফল, শাকসবজি ও আয়রনসমৃদ্ধ খাবার খান।
ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
অতিরিক্ত অ্যাসিডিটি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
অতিরিক্ত ঝাল বা গরম খাবার ও পানীয় বর্জন করুন।
সব ধরনের মাদক ও অ্যালকোহল বর্জন করতে হবে।
অধ্যাপক ড.
অরূপ রতন চৌধুরী, দন্তবিশেষজ্ঞ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র পর
এছাড়াও পড়ুন:
আইআইডিএফসির নতুন এমডি আবু সাদাত মোহাম্মদ শাহীন
আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আবু সাদাত মোহাম্মদ শাহীন।
আবু সাদাত মোহাম্মদ শাহীন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে তিনি স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আইআইডিএফসিতে যোগদানের আগে তিনি আরব বাংলাদেশ (এবি) ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, আইআইডিএফসি এবং উত্তরা ফিন্যান্সে কর্মরত ছিলেন।
আবু সাদাত মোহাম্মদ শাহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে অ্যাডভান্সড সার্টিফিকেশন ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) ও ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন।