৩২,০০০ প্রধান শিক্ষক পদ শূন্য: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
Published: 24th, November 2025 GMT
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল রোববার টাঙ্গাইল সদর উপজেলার কাটুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত খেলার মাঠ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক সংকট নিরসনে বৃহৎ পরিসরের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নিয়োগের ফলে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, ‘স্কুল বন্ধ করে রাখা সমাধান নয়। ভূমিকম্প যেকোনো সময় হতে পারে। তাই আতঙ্ক ছড়িয়ে নয়, বরং সতর্কতা ও প্রস্তুতি জরুরি।’
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ১১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভূমিকম্প ও দুর্ঘটনার আশঙ্কায় মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ
ভূমিকম্পজনিত ঝুঁকি ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পাথরখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন।
আরো পড়ুন:
ভূমিকম্প আতঙ্কে জবিতে এক সপ্তাহ ক্লাস–পরীক্ষা বন্ধ, হল ছাড়ার নির্দেশ
ভূমিকম্প যেভাবে পৃথিবী পাল্টে দিতে পারে
তিনি জানান, পেট্রোবাংলার নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার রাত ১০টা থেকে দুই দিনের জন্য খনিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ডি এম জোবায়েদ হোসেন আরো জানান, সাম্প্রতিক দেশব্যাপী ভূমিকম্পের পর খনির ভেতরে দুর্ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
খনির কার্যক্রম হঠাৎ বন্ধ হওয়ায় শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে, নিরাপত্তা নিশ্চিত করতেই এ সাময়িক বিরতি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা/মোসলেম/রফিক