কয়েক বছর ধরেই অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থবিরতা চলছে। ৩–৪ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে, যা প্রত্যাশার তুলনায় অনেক কম। অর্থনীতির সূচকগুলো ঘুরে দাঁড়িয়েছে, তা বলা যাবে না। তবে পতন ঠেকেছে।

অর্থনীতি এগোচ্ছে, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে। কয়েক বছর ধরে অর্থনীতির প্রবৃদ্ধিতে যে স্থবিরতা ছিল, তা থেকে বেরিয়ে আসতে পারছি না।

এই স্থবিরতার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিরতা। এখন রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চয়তাও আছে। নির্বাচন নিয়ে উদ্যোক্তারা আশাবাদী। তবে পকেটে হাত দেওয়ার (বিনিয়োগ করা) মতো পরিস্থিতি তৈরি হয়নি। সার্বিকভাবে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যায়নি, তবে কাটার পথে হাঁটছে। নির্বাচনী ট্রেন স্টেশন ছেড়ে গেছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসৃণ হস্তান্তর হবে কি না, তা–ও বিবেচনায় রাখছেন উদ্যোক্তারা।

অর্থনীতির শ্লথগতির কারণ হিসেবে আরও তিনটি কারণ আছে। এগুলো হলো জ্বালানিসংকট; আর্থিক খাতের দুরবস্থা; মানুষের কেনাকাটার সক্ষমতা দুর্বল; বৈশ্বিক অর্থনীতির চলমান অনিশ্চয়তা।

জ্বালানিসংকট বিনিয়োগের প্রধানতম সমস্যা। এটি পুরোনো ও জানা সমস্যা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতার কারণে উদ্যোক্তারা চাহিদা অনুসারে বিনিয়োগ করতে পারেন না। এখানে শুধু সুদের হার বিনিয়োগ আকর্ষণে বড় সমস্যা নয়। অর্থায়নের প্রাপ্যতা দুর্বলতাও (অ্যাকসেস টু ফাইন্যান্স) বিনিয়োগে বড় সমস্যা। ব্যাংক খাত ছাড়া অন্য কোনো খাত থেকে বিনিয়োগের অর্থ পাওয়ার সুযোগ সীমিত।

এ ছাড়া বছরজুড়ে মূল্যস্ফীতি ৮ শতাংশের বেশি। কিন্তু মজুরি মূল্যস্ফীতির চেয়ে কম। তাই মানুষের কেনাকাটার ক্ষমতা কমে গেছে। অন্যদিকে কর্মসংস্থান পরিস্থিতিতেও তেমন কোনো পরিবর্তন হয়নি। বিনিয়োগ বৃদ্ধি না পাওয়ায় চাকরির সুযোগ বাড়ছে না।

বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা চলমান। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ববাণিজ্যের পতন হতে পারে। কারণ, বিশ্বব্যাপী পণ্যের চাহিদা কমেছে। বিদেশি ক্রেতারা এখনো ঠিক করতে পারছেন না, তাঁরা কোথা থেকে পণ্য কিনবেন। এতে আমাদের পোশাক খাতও ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ, বিদেশি ক্রেতারা এখন দ্বিধাগ্রস্ত।

জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ বিশ্বব্যাংক, ঢাকা কার্যালয়

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমস য

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নিজ বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

টাকা লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকে এই হত্যার ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন বাবু (২৬)। এ ঘটনায় তাঁর বাবা আহত হয়েছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ বলছে, বিল্লালের বাসার সামনে একটা মুদিদোকান আছে। সেখানে গতকাল রাতে তাঁর বাবার সঙ্গে কয়েক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধরের চেষ্টা করা হয়। বিল্লাল বাধা দেন। এ তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেনি। হত্যায় জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। অভিযান অব্যাহত আছে। আশা করি, দ্রুতই তাঁরা গ্রেপ্তার হবেন।’

সম্পর্কিত নিবন্ধ