পাবনার সুজানগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের ২৪ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই শিশু আহত হয়। শিশু দুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি এলাকার মো. জব্দুল শেখ (৩৫) ও তাঁর মেয়ে জুবাইয়া খাতুন (৮)। দুর্ঘটনায় আহত হয়েছে জব্দুল শেখের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে জব্দুল শেখ তিন শিশুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের ২৪ মাইল এলাকায় একটি পাটবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবা–মেয়ের মৃত্যু হয়। আহত হয় অপর দুই শিশু। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত দুই শিশুর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কানাডার সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা আবার শুরু হচ্ছে

ভারত ও কানাডা নতুন করে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে। দুই বছর আগে শিখ নেতা হত্যার ঘটনায় কূটনৈতিক উত্তেজনার পর দুই দেশের বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর গতকাল রোববার ভারত সরকার কানাডার সঙ্গে নতুন করে আলোচনায় বসার কথা জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি–২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে আলোচনায় বসার এ ঘোষণা দেয় ভারত।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।’

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমি আজ জি২০ শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেছি। আমরা এমন একটি বাণিজ্যচুক্তির আলোচনা শুরু করেছি, যা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে ৭০ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশিতে উন্নীত করা যায়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় পক্ষ তাদের দীর্ঘদিনের পারমাণবিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে। সহযোগিতা বাড়ানোর বিষয়ে চলমান আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহব্যবস্থা অন্তর্ভুক্ত।

সম্পর্কিত নিবন্ধ