ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ (২৪ নভেম্বর) সোমবার বিকালে আমলাপাড়া, কালির বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কালির বাজার এলাকার বিভিন্ন দোকান ও পথচারীদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং দাঁড়ি পাল্লা  প্রতীককে জয়ী করার আহ্বান জানান। এসময় তিনি স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার জন্য কী করতে চান, সেই প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ সাংবাদিকদের এবং উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “আপনারা জানেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সেই সমস্যাগুলি সমাধানের দিকে মনোযোগ দেব।”

তিনি আরও বলেন, “আমাদের দল জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। জামায়াত যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়, তবে এই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি উন্নত ও আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তুলবে। আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।” এবং সন্ত্রাস নির্মূল করা। 

এসময় তিনি নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এই এলাকার মানুষ একটি পরিবর্তন দেখতে পাবে। আমি সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুন এবং দাঁড়িপাল্ল প্রতীককে বিজয়ী করুন।”

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে  শহরের বিভিন্ন সড়কে গণসংযোগে স্থানীয়দের মধ্যে বেশ সাড়া দেখা যায়। তারা প্রার্থীর সঙ্গে হাত মেলান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসেন মুন্না প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ দ দ ন আহম দ মইন দ দ ন গণস য গ উপস থ ত এল ক র

এছাড়াও পড়ুন:

ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।

‎সোমবার ( ২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ে মেঘনায় আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ও জুয়েল রানা।

‎সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে মহানগর যুবদল ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলকে আগামী নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষ ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান। আর সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেন।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, সদস্য আরমান হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক
  • প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া
  • ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
  • নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা হবে : পুলিশ সুপার
  • সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক
  • হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু
  • তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল
  • রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২