এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা এখন সালমানের
Published: 24th, November 2025 GMT
এ বছর ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ৫৪টি ম্যাচই খেলেছেন সালমান আগা। আর তাতেই রেকর্ড হয়ে গেছে, এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রেকর্ডটা গড়েছেন পরশু ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচটি খেলতে নেমেই একসঙ্গে তিন কিংবদন্তিকে পেছনে ফেলেছেন সালমান। এত দিন এক পঞ্জিকাবর্ষে ৫৩টি ম্যাচ খেলে যৌথভাবে রেকর্ডটার মালিক ছিলেন ভারতের রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি এবং পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।
প্রথম আলো গ্রাফিকস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় হত্যা মামলার আসামি জামাই রানা গ্রেপ্তার
বন্দরে মাসুম হাওলাদার (৩৬) হত্যার ঘটনায় জড়িত আসামি মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পিবিআই।
সোমবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ রানা (৩০) বন্দর থানার নোয়াদ্দা খানকারবাড়ি এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে। এর আগে গতকাল ফতুল্লার কায়েমপুর ওয়াপদার পুল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।
এর আগে ২০২২ সালের ৫ নভেম্বর বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন মাসুম। ৭ নভেম্বর সকালে বন্দর থানাধীন কুশিয়ারি এলাকার চন্ডীতলা কবরস্থানের পূর্ব পাশে খালের ডোবার থেকে মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মাসুমের স্ত্রী শিরিন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পলাতক আসমিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।