ফয়জুল ইসলামের গল্পপাঠ প্রসঙ্গে
Published: 24th, November 2025 GMT
সৃষ্টিশীল মানুষদের নির্মিত শক্ত ভিতের ওপরে বাংলা সাহিত্যের ছোটগল্পের প্রাসাদ দাঁড়িয়ে আছে। যুগে যুগে গল্পকারদের প্রজ্ঞা, পরিশ্রম, নিরীক্ষাপ্রবণতা বাংলা গল্পভান্ডারকে সমৃদ্ধ করেছে। গল্পকারদের প্রচেষ্টায় চিরাচরিত ধারায় যেমন গল্প নির্মিত হয়েছে তেমনি নিরীক্ষাধর্মী গল্পের নির্মাণও পাঠককে তৃপ্ত করেছে। শব্দের গতিময় সৌন্দর্য, ভাষার কুশলী ব্যবহার, বিষয়ের বৈচিত্র্য, নির্মাণশৈলীর ভিন্নতা—সবকিছু মিলিয়ে বাংলা গল্পের পরিধি সময়ের সঙ্গে সঙ্গে বিস্তৃত হয়েছে। এই পরিধির ভেতরে নিজের স্বকীয়তা ধরে রেখে যেসব গল্পকার বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, ফয়জুল ইসলাম তাঁদের মধ্যে অন্যতম।
যদিও লেখক ফয়জুল ইসলামের নামের পরে ব্রাকেটবন্দী করে ‘জন্ম ২৪ নভেম্বর ১৯৬৩, মৃত্যু ২১ জানুয়ারি ২০২৫’ লেখার সময় এখন। তিনি লেখালেখির খাতা বন্ধ করে এখন সময়ের ফ্রেমে আটকে গেছেন। ফয়জুল ইসলামের লেখা এই ফ্রেম অতিক্রম করে অনন্ত লক্ষ্যের দিকে যাত্রা করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। তা ছাড়া লেখক যখন লিখেছেন তিনি কোনো লক্ষ্য তাক করে ছুটেছেন বলে নজরে পড়েনি। বরং তাঁকে খানিকটা নিশ্চুপে, নিভৃতে নিজের কাজ করতে দেখা গেছে। কোনো শোরগোল তুলে পাঠকের নজরবন্দী হওয়ার কাঙ্ক্ষা যে তাঁর ছিল, সে-ও বলা যাবে না। তবু বরাবর তাঁর লেখার দিকে পাঠক আমার দৃষ্টি ছিল। সরকারি কর্মকর্তা হিসেবে লেখক ফয়জুল ইসলাম অকপটে লিখে যেতে পেরেছেন কি না, তা নিয়েও কৌতূহল ছিল। তাই যখনই তাঁর লেখা চোখে পড়েছে, আমি পড়েছি।
পড়তে পড়তে বুঝেছি, ফয়জুল ইসলামের গল্পের ক্যানভাস নিখুঁত কিন্তু মসৃণ নয়। তিনি অবলীলায় প্রান্তিক মানুষের জীবন নিয়ে গল্প লিখেছেন। মানুষের নির্মমতা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও বারবার তাঁর গল্পে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গল্পের চরিত্রদের মুখের সংলাপ নির্মাণে তিনি ছিলেন সোজাসাপটা, ভণিতাহীন। মানুষের মুখের বুলি, গালি তিনি অনায়াসে কলমে ধারণ করেছেন, তাই তাঁর আখ্যান হয়ে উঠেছে বিশ্বাসযোগ্য ও একান্ত আপনার।
শব্দের গতিময় সৌন্দর্য, ভাষার কুশলী ব্যবহার, বিষয়ের বৈচিত্র্য, নির্মাণশৈলীর ভিন্নতা—সবকিছু মিলিয়ে বাংলা গল্পের পরিধি সময়ের সঙ্গে সঙ্গে বিস্তৃত হয়েছে। এই পরিধির ভেতরে নিজের স্বকীয়তা ধরে রেখে যেসব গল্পকার বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, ফয়জুল ইসলাম তাঁদের মধ্যে অন্যতম।ফয়জুল ইসলামের গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২ পুরস্কার জিতেছিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফয়জ ল ইসল ম র র গল প গল প র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে ১৬ ককটেল ধ্বংস বোমা ডিসপোজাল ইউনিটের
ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৪ নভেম্বর) শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়। বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক ওসি আবু আজিব। এ সময় কালীগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল ও পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘‘চলতি বছরের ১৭ জুন উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব