জাবিতে একাডেমিক নিপীড়ন প্রতিরোধে নতুন প্ল্যাটফর্ম
Published: 24th, November 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্টুডেন্টস ফর জাস্টিস’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।
আরো পড়ুন:
ঢাবির সাবেক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা জানিয়েছেন, একাডেমিক নিপীড়নের প্রতিকার ও প্রতিরোধের পাশাপাশি শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষকের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীরা মৌলিক সংস্কার ও ন্যায়ভিত্তিক কাঠামো প্রতিষ্ঠার যে প্রত্যাশা করেছিলেন, তা পূরণ হয়নি। অভিযোগ করা হয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং একাডেমিক ও প্রশাসনিক স্বচ্ছতায় ঘাটতি পরীলক্ষিত হচ্ছে।
‘স্টুডেন্টস ফর জাস্টিস’ প্ল্যাটফর্মের পক্ষে থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় জাকসুর কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন হলেও বর্তমানে তা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।
প্ল্যাটফর্মটি জানায়, তাদের কার্যক্রম হবে একাডেমিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিকারমূলক উদ্যোগ নেওয়া, ছাত্র-শিক্ষকের মধ্যে ইতিবাচক আলোচনার পরিবেশ নিশ্চিত করা, সুনির্দিষ্ট দাবি ও নীতিগত প্রস্তাবনা উপস্থাপন করা এবং দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের মতবিনিময়ের উন্মুক্ত মঞ্চ তৈরি করা।
প্ল্যাটফর্মের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো- জুলাই ২০২৪-এর ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গবেষণা ও ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং কঠোর শাস্তি প্রয়োগ।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন যেন এসব অভিযোগ দ্রুত আমলে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে প্রয়োজনীয় বিচারিক সিদ্ধান্তে পৌঁছায়। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত হবে বলে তারা মন্তব্য করেন।
প্ল্যাটফর্মটিতে সব শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/আহসান/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম এক ড ম ক
এছাড়াও পড়ুন:
সিটি ব্যাংকের মাসরুর আরেফিন পেলেন ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার
‘সিইও অব দ্য ইয়ার-২০২৫’ পুরস্কার পেয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সিটি ব্যাংকে মাসরুর আরেফিনের নেতৃত্ব ও দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কৃত হলেন। এর আগের বছরগুলোতে এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, এমটিবিএলের সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বিকাশ–এর সিইও কামাল কাদির।
মাসরুর আরেফিনের নেতৃত্বে গত ছয় বছরে সিটি ব্যাংক প্রশংসনীয় কিছু সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে ব্যাংকের অপারেটিং প্রফিট ছিল ৬৯৯ কোটি টাকা, যা ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২ হাজার ৩৫১ কোটি টাকায়। নিট মুনাফা ২০২ কোটি টাকা থেকে বেড়ে হয় ১ হাজার ৮৫ কোটি টাকা। ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংক সিটি ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় টেকসই ব্যাংকে ভূষিত করে।
সিটি ব্যাংকের ডিজিটাল রূপান্তরেও নেতৃত্ব দিয়েছেন মাসরুর। সিটিটাচ প্ল্যাটফর্মকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া এবং ডিজিটাল ন্যানো লোনের মতো যুগান্তকারী সমাধান বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা যোগ করেছেন।