কে বলবে এটা সে রিয়াল মাদ্রিদ যারা কিনা দিন কয়েক আগে চরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল সুপার কোপার ফাইনালে? সপ্তাহ ঘুরতেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে মাদ্রিদের অভিজাতরা। রোববার (১৯ জানুয়ারি, ২০২৫) লা লিগার ম্যাচে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। 

এই সপ্তাহে স্প্যানিশ লিগ জয়ের রেসে পয়েন্ট হারিয়েছিল বার্সালোনা এবং আতলেতিকো মাদ্রিদ। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা বার্সালোনার সংগ্রহ ৩৯ পয়েন্ট।

সত্যেন্দ্রনাথ দত্তের লিখা, ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।’ কবিতাটা রিয়াল ফুটবলাররা শুনার কথা না। তবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে তারা তেমন কিছুই করে দেখিয়েছে! ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে সেটা বুঝা যাবে না। 

আরো পড়ুন:

ইয়ামালই এই মুহূর্তে সেরা তবে মেসির পরে 

আবার লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ

এদিন লস পালমাস টিভিতে ম্যাচ ‘সম্প্রচার যুগের’ সবচেয়ে দ্রুততম গোলটি পায়। খেলা শুরুর ২৭ সেকেন্ডের মাঝে পর্তুগিজ তরুণ স্ট্রাইকার ফাবিও সিলভা অতিথী দলকে এগিয়ে নেন। মজার বিষয় হচ্ছে খেলা শুরু পর এই গোলটা হওয়ার আগ পর্যন্ত একবারের জন্যও বলে স্পর্ষ করতে পারেনি রিয়ালের ফুটবলাররা!

তবে এটুকুই অর্জন ছিল পালমাসের। বাকি গল্পটা রিয়াল লিখেছে আপন মহিমায়। পেনাল্টি থেকে রিয়ালকে ম্যাচের ১৮ মিনিটে সমতায় ফেরান এমবাপে। এরপর ম্যাচের ৩৩ মিনিটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাহিম ডিয়াজ। ঠিক ৩ মিনিট পরই রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। এতে রিয়াল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। বিরতির আগে আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠান এই ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। হ্যাটট্রিকও পাওয়া হয়নি এমবাপের।

ম্যাচের ৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে রিয়ালের শেষ গোলটি করেন রদ্রিগো। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৪-১। খেলার ৬৪ মিনিটে লুকাস ভাসকেসকে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন পালমাসের বদলি খেলোয়াড় বেনিতো রামিরেজ। সফরকারীরা ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেললেও আর গোল করতে পারেনি রিয়াল।

তবে রিয়ালের আরও দুইবার বল জালে জড়ালেও অফ সাইডে সেটা বাতিল হয়ে যায়। লা লিগার ইতিহাসে একমাত্র দল হিসেবে এক ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার রিয়ালের তিনটি গোল ভিএআরে বাতিল হলো। এর আগে ২০২২ সালে এলচের বিপক্ষে ম্যাচেও ভিএআরে রিয়ালের তিনটি গোল বাতিল হয়। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ক ল য় ন এমব প প ব যবধ ন এমব প

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ