আড়াই শ ফুট উঁচু থেকে ঝরনার পানি আছড়ে পড়ছে পাথরের ওপর। এক দল তরুণ-তরুণী গোসল করছিলেন সেখানে। সুন্দর সময়টির ভিডিও ধারণ করেন একজন। সে ভিডিওতে ধারণ করা হলো পাথরের ওপর লাফালাফি করতে থাকা একটি ব্যাঙের ছবিও। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ভিডিওটি নজরে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ভিডিওতে যে ব্যাঙটি ধারণ করেছেন তরুণ-তরুণীরা, তা কোনো সাধারণ ব্যাঙ ছিল না। বাংলাদেশে এই প্রজাতির ব্যাঙ একেবারে নতুন বলে রায় দিলেন গবেষকেরা।

গত জুন মাসে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের এগুজ্যাছড়ি ঝরনায় ভিডিওটি ধারণ করা হয়। ব্যাঙের এই ভিডিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের হাতে পৌঁছানোর আগেই এই প্রজাতি নিয়ে গবেষণা করছিলেন তাঁরা। ফেব্রুয়ারি মাসে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দে গ্রামের একটি পাহাড়ি ছড়া থেকে এই প্রজাতির একটি ব্যাঙ সংগ্রহ করেছিলেন গবেষকেরা। জুন মাসে এগুজ্যাছড়ি ঝরনায় পাওয়া ব্যাঙটির ভিডিও দেখে তাঁরা নিশ্চিত হন, দুটি ব্যাঙই একই প্রজাতির। রাঙামাটির মগবান ইউনিয়নের এগুজ্যাছড়ি ও বালুখালী ইউনিয়নের কাইন্দে গ্রামেই কেবল দেখা গেছে ব্যাঙের এই প্রজাতি।

ব্যাঙটির সন্ধান পাওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজের নেতৃত্বে গবেষক দল এটির ডিএনএ নমুনা পরীক্ষার জন্য দক্ষিণ কোরিয়া পাঠায়। ফলাফল আসার পর তাঁরা নিশ্চিত হন দেশে জীববৈচিত্র্যের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রজাতির ব্যাঙ।

নতুন এই ব্যাঙের ইংরেজি নাম ‘ইন্দোবার্মান টরেন্ট ফ্রগ’। বৈজ্ঞানিক নাম amolops indoburmanensis। আর বাংলা নাম দেওয়া হয় ‘ইন্দো-বার্মিজ ঝিরি ব্যাঙ’। ব্যাঙটি চিহ্নিত করতে কাজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ আজিজ, অধ্যাপক মো.

মনোয়ার হোসেন, গবেষক আমীর হামজা, অং শৈ ন্যু মারমা, মো. আমিনুর রহমান, ইবনুল সাদ ও রাঙামাটির সাংবাদিক সাধন বিকাশ চাকমা।

নতুন আবিষ্কৃত ব্যাঙটি বাদামি বা জলপাই-সবুজ বর্ণের এবং আকারে ছোট। পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে সহজে চোখে পড়ে না। শরীরের দানাদার ভাব নেই। ঊরুর পেছনের অংশটি ঘন বাদামি।

নতুন ব্যাঙ নিয়ে এই গবেষণা রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান নামের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। জার্নালটি ‘ইন্টারন্যাশনাল রেপটাইল কনজারভেশন ফাউন্ডেশন’ নামের আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে থাকে।

ব্যাঙটির আবাসস্থল খুবই সীমিত বলে জানান গবেষকেরা। তাঁরা বলেন, ভারতের মিজোরাম ও মিয়ানমারের চিন রাজ্যে এই ব্যাঙ পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামের দুই জায়গায় দেখা গেছে। এ ছাড়া সিলেট, মৌলভীবাজারের পাহাড়ি বনের ঝরনায়ও এই ব্যাঙ থাকতে পারে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪৯ ধরনের উভচর প্রাণী রয়েছে। এর মধ্যে ৪৭টি ব্যাঙ প্রজাতি। নতুন ব্যাঙ আবিষ্কারের পর এই তালিকায় আরও একটি সংখ্যা যুক্ত হবে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ।

প্রথম আলোকে এম এ আজিজ বলেন, ‘আমরা নতুন একটি উভচর প্রাণী ব্যাঙের তালিকায় অন্তর্ভুক্ত করেছি। দীর্ঘ প্রায় ছয় মাস নতুন ব্যাঙটি নিয়ে কাজ করেছি। আমরা প্রথমে ব্যাঙটি মাপজোখ করে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের তথ্য নিই। কিন্তু এতেও এটির প্রজাতি চিহ্নিত করতে না পেরে ডিএনএ অ্যানালাইসিস করি। এর ফলে ব্যাঙের প্রজাতি চিহ্নিত করতে সমর্থ হই।’

অধ্যাপক এম এ আজিজ আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে এই বর্গের ১৪ প্রজাতির ব্যাঙ পাওয়া যায়। সেখানে বাংলাদেশে মাত্র ১টি প্রজাতি রেকর্ড করা হলো। তাই নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। এ ছাড়া এই ব্যাঙের বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশের নাম যুক্ত হলো।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ব য ঙ নত ন ব

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

দরকারি তথ্য

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদন ফি: এক হাজার টাকা

মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)

//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা

যেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।

কোর্সের বিস্তারিত

শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।

২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।

৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।

৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।

পরীক্ষার বিষয়

১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের

২. মৌলিক গণিত ২৫ নম্বরের

৩. ইংরেজি ১০ নম্বরের

৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • নির্মাণ শ্রমিকের মৃত্যু: ৩ দাবিতে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের ব
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
  • অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত