বাঁধন-সাবার ভার্চুয়াল দ্বন্দ্বে যোগ দিলেন অরুণা বিশ্বাস
Published: 1st, August 2025 GMT
চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হয় মতপার্থক্য। এ হাওয়া লাগে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও। নীতিগত বিভাজনের সমাপ্তি এখনো ঘটেনি। অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সোহানা সাবার ভার্চুয়াল দ্বন্দ্ব অন্তত সে কথাই বলছে। তাদের এই দ্বন্দ্বে যোগ দিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সময়ের সঙ্গে রূপ নেয় গণআন্দোলনে। গণঅভুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই সময়ে আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা পালন করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নেন সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ অনেক তারকাই। আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের সদস্যও সাবা-অরুণা।
গত কয়েক দিন ধরে গণঅভ্যত্থানে অংশ নেওয়ার ঘটনা ক্রমান্বয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন আজমেরী হক বাঁধন। এ নিয়ে নেটিজেনদের কেউ কেউ তাকে আক্রমণ করে মন্তব্য করছেন। বাঁধনের পোস্টে রিয়া ঘোষ নামে একজন লেখেন, “সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন। আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।”
আরো পড়ুন:
‘বাংলাদেশের বড় ব্যর্থতা জন্মনিয়ন্ত্রণে’
কাঁদতে কাঁদতে টাকা চাইলেও সাড়া মেলেনি, আক্ষেপ ডলি জহুরের
বাঁধনের ফেসবুক ওয়াল থেকে এই মন্তব্যের স্ক্রিনশট সোহানা সাবা তার ফেসবুকে পোস্ট করেন। মূলত, তারপরই সাবা-বাঁধনের ভার্চুয়াল দ্বন্দ্বের সূচনা। সাবা স্ক্রিনশটটি পোস্ট করে লেখেন, “এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন। মেবি দিদিটিকে ব্লক করেও দিয়েছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল আর আমি তক্ষনি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।” এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। যুক্ত হন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সাবার এ পোস্টে তিনি লেখেন—“ড্রামাবাজি।”
সোহানা সাবা তার এ পোস্টে বেশ কটি মন্তব্য করেছেন। একটি মন্তব্যে বাঁধনের স্ক্রিনশট শেয়ার করার কারণ ব্যাখ্যা করেন। সোহানা সাবা লেখেন, “প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ার করতেও পারে। তাই আমিও করলাম।”
গতকাল ফেসবুকে বেশ কটি পোস্ট দিয়েছেন আজমেরী হক বাঁধন। সোহানা সাবা স্ক্রিনশট শেয়ার করার পর একটি পোস্টে সহকর্মীদের নিয়ে সমালোচনা করেন বাঁধন। দীর্ঘ এ পোস্টের সারমর্ম হলো—“আমার কিছু সহকর্মী, যাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।”
বাঁধন তার বক্তব্যে কোনো শিল্পীর নাম উল্লেখ করেননি। তবে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। তাদের দাবি—সোহানা সাবাকে উদ্দেশ্য করেই পোস্টটি দিয়েছেন বাঁধন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র গণঅভ য ত থ ন স ক র নশট শ য় র কর দ বন দ ব আজম র
এছাড়াও পড়ুন:
কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
চাকরি জীবনের শেষ কর্মদিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফজলুর রহমান (৬০) নামের এক প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব
টুঙ্গিপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
ফজলুল করিম ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিহত ফজলুর করিমের শেষ কর্মদিবস ছিল। বিকেলের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে রাস্তার মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, “চাকরি জীবনে তিনি একজন সৎ, শান্ত ও ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমাদের জন্য গভীর শোকের।”
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারাল। তার মৃত্যুতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।”
ঢাকা/রাসেল/মেহেদী