ওভালে চলমান টেস্টে ফিল্ডিং করতে গিয়েই বড় এক ধাক্কা খেলেন ইংল্যান্ড দল। পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনেই কাঁধে আঘাত পান অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। সেই চোটে আর মাঠেই ফেরা হলো না তার। এখন পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

ম্যাচের ৫৭তম ওভারে করুণ নায়ারের একটি শট ঠেকাতে গিয়ে মিড অফ থেকে দৌড়ে সীমানার ধারে ডাইভ দেন ওকস। বাউন্ডারি বাঁচালেও রক্ষা পাননি তিনি নিজে। ডাইভ দেওয়ার সময় বাঁ কাঁধে আঘাত লাগে। মাঠেই ফিজিওর প্রাথমিক সহায়তার পর বাঁ হাত সোয়েটারে জড়িয়ে মাঠ ছাড়েন। এরপরই করানো হয় স্ক্যান। স্ক্যান রিপোর্ট এখনও প্রকাশ পায়নি, তবে বিবিসি জানিয়েছে, তিনি পুরো ওভাল টেস্ট এবং সিরিজের বাকি অংশে থাকছেন না।

ওকসের এই ছিটকে যাওয়া আগেই আঁচ করেছিলেন পেসার গাস অ্যাটকিনস। ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘‘ওর অবস্থা দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। সে যদি আবার মাঠে নামে, তাহলে সেটা অবাক করার মতোই হবে।’’

আরো পড়ুন:

ওভালের প্রথম দিনে টালমাটাল ভারত

ওভালে টস হেরে ব্যাট করছে ভারত, একাদশে চার পরিবর্তন

এর আগে সিরিজের চতুর্থ টেস্টে কাঁধের চোটে ছিটকে যান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। তার জায়গায় পঞ্চম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ। এবার সেই ইনজুরি তালিকায় যুক্ত হলো ওকসের নামও। তবুও মাঠের পারফরম্যান্সে আপাতত এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ওভালে প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২০৪ রান। তবে বৃষ্টির কারণে খেলা অনেকটা সময় বন্ধ থাকে।

চলতি সিরিজে ১১টি উইকেট শিকার করে ওকস ছিলেন ইংল্যান্ড বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ। তার না থাকা নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ