বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‍“আওয়ামী লীগ মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষী দিয়ে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আলেম-ওলামাদের ফাঁসি দিয়েছে। আওয়ামী লীগ প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ ছিল ক্ষমতার রাক্ষস, তারা গণহত্যাকারী। তাই এদেশের মানুষ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচার দেখতে চায়।”

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর জামায়াতের আমির মো.

জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজ, লুটপাটকারী ও দখলদারদের বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী মাথা তুলে দাঁড়াতে পারবে না।” 

আরো পড়ুন:

চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে: গোলাম পরওয়ার

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত: গোলাম পরওয়ার

তিনি আরো বলেন, “তৈরি থাকুন, এখনো যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ কেবল শুরু হয়েছে মাত্র। আগাছা-পরগাছা সাফ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার দেশ থেকে জামায়াতে ইসলাকে নির্মূলের নামে অন্যায়ভাবে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের শত চেষ্ঠা সত্ত্বেও দেশ থেকে জামায়াতে ইসলাম নির্মূল হয়নি।” 

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মো. আব্দুল জব্বার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য খলিলুর রহমান মাদানী বক্তব্য দেন। 

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য আওয় ম ইসল ম

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও  ঢাকা জেলার পুলিশ সুপার  মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন।

আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্পর্কিত নিবন্ধ