বলিউডে খানত্রয়ীর অবদান ব্যাখ্যাতীত। উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন যোগ্য প্রজন্ম। খানত্রয়ীর পর রণবীর কাপুর, হৃতিক রোশান, কার্তিক আরিয়ানকে ‘লাস্ট সুপারস্টার’ মনে করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এরপরের বলিউড নিয়ে শঙ্কিত ‘কহোনা প্যায়ার হ্যায়’খ্যাত এই তারকা।

ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন আমিশা প্যাটেল। এ আলাপচারিতায় ‘গদর’ তারকা বলেন, “সালমান খান, শাহরুখ খান, আমির খানের পর রণবীর, হৃতিক, কার্তিক অবশ্যই তাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটাই শেষ। আমার ধারণা, এখানেই শেষ। সত্যিকার অর্থে তারাই কাজ করে যাচ্ছে; তাদের পরে বলিউডে কী হবে তা ভাবতেও ভয় লাগে।”

বলিউডের শীর্ষ তারকাদের উপরে আকাশচুম্বী প্রত্যাশা থাকে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “যখন শাহরুখ খান, সানি দেওল, অজয় দেবগন, সালমান খান, রণবীর অথবা হৃতিকের একটি সিনেমা মুক্তি পায়, তখন প্রত্যাশা থাকে এটি তাদের পূর্ববর্তী ব্লকবাস্টার সিনেমার মতো হবে। কিন্তু বাস্তবে প্রতিটি সিনেমা হিট হওয়া সম্ভব নয়। এরকম সাফল্য বিরল। প্রতিটি সিনেমাই ব্লকবাস্টার হতে পারে না।”

আরো পড়ুন:

সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা

আহত রাশমিকা, শুটিং বন্ধ

বলিউড ইন্ডাস্ট্রি কয়েকজন তারকার উপরে ভীষণভাবে নির্ভরশীল। ফলে চাপ আরো বাড়িয়ে তুলেছে। এ তথ্য উল্লেখ করে আমিশা প্যাটেল বলেন, “এই চাপ যদি আরো বৃহত্তর গোষ্ঠীর মাঝে সমানভাবে দেওয়া যেত, তবে এটি সহজ হতো। কিন্তু এটি খুব কম সংখ্যক তারকার উপরে রয়েছে। ফলে এটি খুবই চ্যালেঞ্জিং।”

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। কিন্তু ২০০৩ সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি আমিশার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। তবে ব্যর্থতার তকমা ‍মুছে দিয়েছে ‘গদর টু’ সিনেমা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। আমিশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তওবা তেরা জালওয়া’। গত বছরের শুরুতে মুক্তি পায় সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রণব র ক প র আম র খ ন

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ