পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায়
Published: 30th, January 2025 GMT
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবাজার এলাকায় পুলিশ সদরদপ্তরের সামনে এ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী। বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
গতকাল সকালে সদরদপ্তরের সামনের ফুটপাতে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি পালন শুরু করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দাবি মানার কোনো আশ্বাস না পেয়ে তারা দুপুর ২টার দিকে সড়ক অবরোধ করেন। এ সময় তারা স্লোগান দেন– নতুন স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; আমার পোশাক ফিরিয়ে দে, নইলে বিষ কিনে দে; দাবি মোদের একটাই, নির্বাহী আদেশ চাই।
আন্দোলনকারীরা বলেন, ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.
সাবেক পুলিশ সদস্যরা সড়ক অবরোধ করলে অর্ধশতাধিক পোশাকধারী পুলিশ সদস্য সেখানে অবস্থান নেন। অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বঙ্গবাজার এলাকায় দেখা দেয় তীব্র যানজট। পরে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (ডেভেলপমেন্ট) ড. শোয়েব রিয়াজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এসে আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করে। শেষে তিনি আন্দোলনকারীদের আইনি প্রক্রিয়ায় এগোনোর পরামর্শ দেন।
চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল জাহিদ হাসান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার মিথ্যা অভিযোগে ২০২০ সালে আমাকে চাকরিচ্যুত করা হয়। অথচ আমার বাবা প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি এখনও ভাতা পাচ্ছেন। এ বিষয়ে সব প্রমাণ দেওয়ার পরও আমাকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সমকালকে বলেন, তাদের দাবির বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সদরদপ্তর একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটি কাজ করছে। আজ তাদের একটি বৈঠকও রয়েছে। এর মধ্যে এভাবে আন্দোলন কতটা যুক্তিযুক্ত তারাই বলতে পারবেন। কার কী কারণে চাকরি গিয়েছিল, তা যাচাই-বাছাই না করে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ কর চ য ত প ল শ প ল শ সদস য অবর ধ র একট
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫