চট্টগ্রাম-কক্সবাজার পথে আজ থেকে চলবে আরও দুই ট্রেন
Published: 1st, February 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার রেলরুটে আজ শনিবার থেকে চলাচল শুরু করছে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে নতুন দুটি ট্রেন। চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের দাবি ও লাভজনক রুট হওয়ায় এ দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
এর আগে গত ২০ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে ১ ফেব্রুয়ারি থেকে এ রুটে নতুন দুটি ট্রেন চলাচলের তথ্য জানানো হয়েছিল। প্রতিটি ট্রেন দিনে দুইবার চার দফায় চট্টগ্রাম-কক্সবাজারে চলাচল করবে। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।
সৈকত এক্সপ্রেস: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার জানান, আজ ভোর সোয়া ৬টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে প্রথমে ছেড়ে যাবে সৈকত এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। এ জন্য গত ২৩ জানুয়ারি সৈকত এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনের টিকিট বিক্রি শুরু করা হয়। ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।
প্রবাল এক্সপ্রেস: অন্যদিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিটে; চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২টা ২৫ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩টা ১০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। দুটি ট্রেনই যাত্রাপথে বিরতি দেবে ৪টি স্টেশনে। উভয় ট্রেনেই চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র লপথ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।