ডিজিটাল মাধ্যমে যে কোনো ধরনের ভিডিওচিত্র দেখার কথা বললে প্রথমে যে মিডিয়া সামনে আসে, তা হচ্ছে ইউটিউব। পরিসংখ্যান বলছে, ইন্টারনেট গ্রাহকের এক-চতুর্থাংশ প্রতি সপ্তাহে ১০ ঘণ্টা বা এর বেশি সময় ইউটিউব ভিডিওতে সময় দেন। তাই অনেকেই, বিশেষ করে তরুণ প্রজন্ম ইউটিউবের জন্য ভিডিও কনটেন্ট তৈরিকে পেশা হিসেবে বিবেচনা করে কাজ করছেন। শুধু ভিডিও তৈরি করলেই হবে না, ভিডিওর দর্শক (ভিউ) বাড়ানোর জন্য কিছু কৌশল জানা প্রয়োজন। ইউটিউবে ভিডিওর ভিউ বাড়াতে কয়েকটি পদ্ধতি নিয়ে কাজ করতে পারেন।
আকর্ষণীয় টাইটেল
নির্বাচিত ভিডিও কনটেন্টে টাইটেল খুবই জরুরি। কারণ দর্শক প্রায়ই টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করেন। টাইটেল অবশ্যই সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও তথ্যবহুল হতে হবে। দর্শক যেসব কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করেন, সেসব বিষয় বুঝেই তা অন্তর্ভুক্ত করতে হবে। টাইটেলের শব্দসীমা সর্বোচ্চ ৬০ শব্দের মধ্যেই রাখা শ্রেয়।
ভিডিও ডেসক্রিপশনে তথ্য
ভিডিওর ডেসক্রিপশন দর্শক টানতে ও সার্চ ইঞ্জিনের জন্য জরুরি। প্রথম দুই থেকে তিন লাইনে প্রধান কিওয়ার্ড ও ভিডিওচিত্রের সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে।
ডেসক্রিপশনে ভিডিওর মূল বিষয়, লিঙ্ক, ট্রান্সক্রিপ্ট, অন্যসব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও তিনটি পর্যন্ত হ্যাশট্যাগ অন্তর্ভুক্ত করা যেতে পারে।
উপযুক্ত ট্যাগ
ট্যাগ ভিডিওকে একই ধরনের অন্যান্য ভিডিওর সঙ্গে যুক্ত করতে সহায়তা করে। ফলে রিচ বেড়ে যায়। নির্বাচিত কিওয়ার্ডগুলো প্রথম সারিতে রাখতে হবে। প্রয়োজনে লং টেইল কিওয়ার্ড ব্যবহার করা যেতে পারে।
যথাযথ ক্যাটেগরি
ভিডিও আপলোড করার পর ‘ম্যানেজ ভিডিও’ অপশন থেকে সঠিক ক্যাটেগরি নির্বাচন করতে হবে। ইউটিউবের কয়েকটি ক্যাটেগরি, যেমন– ফিল্ম ও অ্যানিমেশন, মিউজিক, নিউজ, এডুকেশন, কমেডি, এন্টারটেইনমেন্ট; এসব থেকে যথার্থ ক্যাটেগরি নির্বাচন করতে হবে।
বৈচিত্র্যপূর্ণ থাম্বনেইল
দর্শকদের প্রথম নজর কাড়ে থাম্বনেইল, যা ভিডিওতে ক্লিক করার হার (সিটিআর) বাড়ায়। ভালো মান ও দৃষ্টিনন্দন থাম্বনেইল তৈরি করতে হবে, যেন তা দর্শকদের দৃষ্টি আকর্ষণে অব্যর্থ হয়।
টাইমস্ট্যাম্পস কী
দর্শকের সুবিধার জন্য ভিডিওর কয়েকটি অংশকে আলাদা করে টাইমস্ট্যাম্প যুক্ত করা যেতে পারে। ফলে দর্শক ভিডিওর নির্দিষ্ট অংশ সহজে খুঁজে পাবেন, যা ইউটিউব অ্যালগরিদমে ইতিবাচক প্রভাব ফেলে।
কমেন্টের সদুত্তর
ইউটিউব যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই দর্শকদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়া জরুরি। এটি শুধু এনগেজমেন্ট বাড়ায় না, দর্শক ও কনটেন্ট ক্রিয়েটরের সম্পর্কের উন্নয়ন করে। কমেন্টের উত্তরে তাদের মতামতের প্রশংসা করা ও বার্তা বিনিময়ে যুক্ত রাখা কার্যকর উপায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: কনট ন ট ট ইট ল র জন য ক ত কর প রথম
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।