ক্রিকেট ম্যাচ শুরু হতে কত কারণেই তো দেরি হয়। সবচেয়ে বড় কারণ অবশ্যই বৃষ্টি। এ ছাড়া আলোকস্বল্পতা, কুয়াশার মতো প্রাকৃতিক কারণেও দেরি হয়। কিন্তু কাল ওমানের রাজধানী মাসকাটে যা হলো, তা বিরলই বলা চলে।  

তীব্র যানজটের কারণে দুই দল সময়মতো মাঠে পৌঁছে না পারায় খেলা শুরু হয়েছে দেরিতে। এতটাই দেরিতে যে ম্যাচের দৈর্ঘ্য কমাতে হয়েছে ৭-৭ করে মোট ১৪ ওভার। সেটাও যেনতেন টুর্নামেন্টে নয়—আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-তে। নবম রাউন্ডের ম্যাচটি খেলেছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

মাসকাট ডেইলি, ওমান অবজারভার, টাইমস অব ওমানসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা বন্ধ থাকায় আল আমেরাত স্টেডিয়ামে যাওয়ার পথে তীব্র যানজট লেগে যায়।

সাধারণত ম্যাচ শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে মাঠে পৌঁছানোর চেষ্টা থাকে দলগুলোর। এর মধ্যে দুই দল মাঠে নামার আগে যে টস অনুষ্ঠিত হয়, সেটিও হয়ে যায় আধা ঘণ্টা আগে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল টসের নির্ধারিত সময়ের আগে তো বটেই, খেলা শুরুর নির্ধারিত সময়েও মাঠে নেই। নেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কেউও।

টস হতে দেরি হওয়ার কারণ জানাতে গিয়ে ইউএসএ ক্রিকেট এক্সে লিখেছে, ‘অপ্রত্যাশিত লজিস্টিক পরিস্থিতির কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছে।’

সেই পোস্ট এক্সে শেয়ার দিয়ে আসল কারণ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা পেনা। তিনি লিখেছেন, ‘মাসকাটে ম্যারাথন/আয়রনম্যান রোড রেসের কারণে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। যে রাস্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া টিম বাসের স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেটিও এর একটি। এটা নিশ্চিত দুই দল (যথাসময়ে) মাঠে পৌঁছাতে পারেনি। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। প্রত্যেক দল ৪৩ ওভার করে খেলবে।’

আয়রনম্যান রেসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয় মাসকাটে। আর সেই যানজট ঠেলে দুই দল মাঠে যাওয়ার মধ্যে পেরিয়ে যায় বেশ কিছুটা সময়। দিনের ম্যাচ হওয়ায় এ কারণে ওভার কমিয়ে দেওয়া হয়।

মিলনিদ কুমারের অলরাউন্ড নৈপুণ্যে (৩৪ বলে ৫৪ রান ও ৯ ওভারে ৪৮ রানে ৪ উইকেট) ম্যাচটি ১১৪ রানে জিতেছে যুক্তরাষ্ট্র। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৯৩ রান করেছিল মার্কিন ছেলেরা। নামিবিয়া ৪০.

২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়।

বড় এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। আট দলের এই টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ই দল য নজট

এছাড়াও পড়ুন:

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জন আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উপস্থিত হয়ে দেখেন, কাটা গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। তখন ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানতে পারেন, মামলার আসামিরা কোনো ধরনের অনুমতি ছাড়াই খাসজমি থেকে গাছ কেটে বিক্রি করেছেন। এর আগেও একবার তাঁরা ওই জমি থেকে গাছ বিক্রি করেছিলেন। জব্দ করা গাছের লগ, ডালপালা এবং আগে কাটা গাছের অবশিষ্ট ভূমিসংলগ্ন গুঁড়ি পর্যবেক্ষণ করে বোঝা গেছে, ওই স্থান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার অধিক গাছ চুরি করে কাটা ও বিক্রি হয়েছে।  

প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন বলেন, ২০০৯ সালে প্রশিকা, ইউনিয়ন পরিষদ ও প্রভাতী যুব সংঘের যৌথ উদ্যোগে একটি চুক্তির মাধ্যমে সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিল। সে সময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে তা সরকারের আওতায় পড়ায় গাছ কাটার অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন করা হয়েছিল, তবে প্রশাসন কোনো সিদ্ধান্ত দেয়নি।  কিছুদিন আগে ইউপি সদস্য ইব্রাহিম তাঁকে ফোনে জানান, বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালা বিক্রি করতে চান চেয়ারম্যান। বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালাগুলো পড়ে থেকে নষ্ট হবে ভেবে তিনি বিক্রিতে সম্মতি দেন। পরে গাছ কীভাবে বা কারা কেটেছে, তা তিনি জানেন না।

মামলা করার আগে অবৈধভাবে গাছ কাটার অভিযোগের ব্যাপার জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিকার সঙ্গে চুক্তির একটি পক্ষ ছিল ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে গাছ কাটার অনুমতি নিতে ইউএনও বরাবর প্রশিকার আবেদন তিনি চেয়ারম্যান হিসেবে সুপারিশ করেছিলেন। তবে গাছ কেটেছে প্রশিকা আর তাদের সংগঠন। এখানে চেয়ারম্যান-মেম্বরের কিছু নেই।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাসজমি থেকে গাছ কাটা বেআইনি। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ