যানজটে রাস্তায় আটকা টিম বাস, ম্যাচের দৈর্ঘ্য কমল ১৪ ওভার
Published: 9th, February 2025 GMT
ক্রিকেট ম্যাচ শুরু হতে কত কারণেই তো দেরি হয়। সবচেয়ে বড় কারণ অবশ্যই বৃষ্টি। এ ছাড়া আলোকস্বল্পতা, কুয়াশার মতো প্রাকৃতিক কারণেও দেরি হয়। কিন্তু কাল ওমানের রাজধানী মাসকাটে যা হলো, তা বিরলই বলা চলে।
তীব্র যানজটের কারণে দুই দল সময়মতো মাঠে পৌঁছে না পারায় খেলা শুরু হয়েছে দেরিতে। এতটাই দেরিতে যে ম্যাচের দৈর্ঘ্য কমাতে হয়েছে ৭-৭ করে মোট ১৪ ওভার। সেটাও যেনতেন টুর্নামেন্টে নয়—আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-তে। নবম রাউন্ডের ম্যাচটি খেলেছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।
মাসকাট ডেইলি, ওমান অবজারভার, টাইমস অব ওমানসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা বন্ধ থাকায় আল আমেরাত স্টেডিয়ামে যাওয়ার পথে তীব্র যানজট লেগে যায়।
সাধারণত ম্যাচ শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে মাঠে পৌঁছানোর চেষ্টা থাকে দলগুলোর। এর মধ্যে দুই দল মাঠে নামার আগে যে টস অনুষ্ঠিত হয়, সেটিও হয়ে যায় আধা ঘণ্টা আগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল টসের নির্ধারিত সময়ের আগে তো বটেই, খেলা শুরুর নির্ধারিত সময়েও মাঠে নেই। নেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কেউও।
টস হতে দেরি হওয়ার কারণ জানাতে গিয়ে ইউএসএ ক্রিকেট এক্সে লিখেছে, ‘অপ্রত্যাশিত লজিস্টিক পরিস্থিতির কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছে।’
সেই পোস্ট এক্সে শেয়ার দিয়ে আসল কারণ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা পেনা। তিনি লিখেছেন, ‘মাসকাটে ম্যারাথন/আয়রনম্যান রোড রেসের কারণে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। যে রাস্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া টিম বাসের স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেটিও এর একটি। এটা নিশ্চিত দুই দল (যথাসময়ে) মাঠে পৌঁছাতে পারেনি। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। প্রত্যেক দল ৪৩ ওভার করে খেলবে।’
আয়রনম্যান রেসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয় মাসকাটে। আর সেই যানজট ঠেলে দুই দল মাঠে যাওয়ার মধ্যে পেরিয়ে যায় বেশ কিছুটা সময়। দিনের ম্যাচ হওয়ায় এ কারণে ওভার কমিয়ে দেওয়া হয়।
মিলনিদ কুমারের অলরাউন্ড নৈপুণ্যে (৩৪ বলে ৫৪ রান ও ৯ ওভারে ৪৮ রানে ৪ উইকেট) ম্যাচটি ১১৪ রানে জিতেছে যুক্তরাষ্ট্র। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৯৩ রান করেছিল মার্কিন ছেলেরা। নামিবিয়া ৪০.
বড় এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। আট দলের এই টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মালয়েশিয়ায় দুই ফরম্যাটের আয়রনম্যানে সফল ১৪ বাংলাদেশি
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাতসহ ১৪ জন আজ মালয়েশিয়া দুই ফরম্যাটের আয়রনম্যান প্রতিযোগিতায় সফল হয়েছেন। আজ শনিবার সকালে মালয়েশিয়ার লাংকাউইতে একই সঙ্গে শুরু হয় ‘আয়রনম্যান মালয়েশিয়া’ ও ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া’ প্রতিযোগিতা।
আরাফাত ১১ ঘণ্টা ১১ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন। নিজ বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) তাঁর অবস্থান ৭৯ জনের মধ্যে দশম। মোট ৬৩২ জনের মধ্যে আরাফাতের অবস্থান ৯৩তম। আরাফাত হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘আজ গরমের কারণে বেশ কঠিন ছিল প্রতিযোগিতা। তবু আগের চেয়ে কম সময়ে আমি পেরেছি।’ আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ মিলিয়ে আরাফাতের এটি ১৯তম আসর।
আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করা অন্য বাংলাদেশিরা হলেন মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান, পবিত্র কুমার দাশ, ত্রিদিপ বাহাদুর রায়, সৌরভ সমাদ্দার ও সাজেদুর রহমান।
অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মো. ফারুক হোসেন ১১ ঘণ্টা ৫৮ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। নিজের বয়স গ্রুপে (৪০-৪৪) ১২৪ জনের মধ্যে তাঁর অবস্থান ৪০তম। সবার মধ্যে তিনি হয়েছেন ১৫২তম। জার্মান প্রবাসী মাহবুবুর রহমান আয়রনম্যান সম্পন্ন করতে সময় নেন ১২ ঘণ্টা ৩৭ মিনিট ১০ সেকেন্ড। নিজের বয়স গ্রুপে (৩০-৩৪) তাঁর অবস্থান ৭১ জনের মধ্যে ২৬তম। সবার মধ্যে তাঁর অবস্থান ১৯৯তম। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাশ আয়রনম্যান মালয়েশিয়ায় সফল হয়েছেন। তিনি সময় নিয়েছেন ১২ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড। বয়স গ্রুপে (৪০-৪৪) তাঁর অবস্থান ৫৫তম। সবার মধ্যে তিনি হয়েছেন ২০৮তম।
মো. সজীব