চট্টগ্রামে ১৬তম বারের মতো আবাসন মেলা করতে যাচ্ছে আবাসনশিল্পের মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। চার দিনের এ মেলায় ৪২টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। নগরের রেডিসন ব্লু হোটেলে আগামী বৃহস্পতিবার মেলা শুরু হবে। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। দুপুরে নগরের ২ নম্বর গেটে রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান প্রমুখ।

লিখিত বক্তব্যে আঞ্চলিক কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান ১৫ শতাংশ। প্রায় ৫০ লাখ শ্রমিক এই খাতে প্রত্যক্ষভাবে জড়িত। কিন্তু আবাসন খাত নানা সংকটে জর্জরিত। রড-সিমেন্টের দাম কিছুটা কমলেও ক্রেতা মিলছে না।

দেলোয়ার হোসেন আবাসন খাতের সংকটের কথা তুলে ধরে বলেন, এই মুহূর্তে আবাসন খাতের সবচেয়ে বড় সমস্যা হলো নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ। ২০২২ সাল থেকে নতুন ড্যাপের কার্যক্রম শুরু হয়। এরপর বাড়িভাড়া ও ফ্ল্যাটের দাম বেড়ে গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় গোল্ডেন স্পনসর থাকছে দুটি, কো-স্পনসর ১৪টি এবং ৫টি নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ৫টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও ১৬টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গোল্ডেন স্পনসর হিসেবে থাকছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড ও উইকন প্রপার্টিজ লিমিটেড।

প্রতিদিন (উদ্বোধনের দিন ছাড়া) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার ফটক ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। একবার প্রবেশের জন্য ৫০ টাকা এবং চারবার প্রবেশের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা।

প্রতি বর্গফুটে বেড়েছে ১-২ হাজার টাকা

ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্টের দাম নির্ভর করে ভবনের অবস্থান, আকার, সুযোগ-সুবিধাসহ নানা বিষয়ের ওপর। যেমন চট্টগ্রাম নগরের নাসিরাবাদে এক রকম দাম, আবার আগ্রাবাদে অন্য রকম। আবাসন খাতের কর্তাব্যক্তিরা বলছেন, গত বছরের তুলনায় এবার প্রতি বর্গফুটে ১ থেকে ২ হাজার টাকা বেড়েছে।

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্টের ব্যবস্থাপক (বিক্রয়) মো.

সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ডলারের মূল্যবৃদ্ধি, কাঁচামালের বাড়তি দাম ও ব্যাংকঋণের সুদের হার বেড়ে যাওয়ায় প্রতি বর্গফুটে ১ থেকে ২ হাজার টাকা বেড়েছে। তাঁদের ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ৮ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত। আর কমার্শিয়ালে দাম পড়ছে ১৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

র‍্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড এরই মধ্যে চট্টগ্রামে ২০টি প্রকল্প হস্তান্তর করেছে। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মোহাম্মদ ওয়াজুদ্দিন প্রথম আলোকে বলেন, ক্রেতারা খোলামেলা, আলো-বাতাসপূর্ণ ফ্ল্যাটের দিকে বেশি ঝুঁকছেন। একই ভবনে অনেক সুবিধা খোঁজেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

গ্রামীণ হেলথ টেকের পৃষ্ঠপোষকতায় ‘রাইজ অ্যাবাভ অল’ 

ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম ‘রাইজ অ্যাবাভ অল’-এর নবম আসর। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হয়েছিলেন।

২০২৫ সালের সংস্করণটি ছিল আগের সব আয়োজনের চেয়ে বড় ও প্রাণবন্ত। এ বছর ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’ টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল সহযোগী স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে।

অনুষ্ঠানে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেছেন, “এই আয়োজন কেবল একটি মঞ্চ নয়, এটি স্বপ্ন দেখার সাহস আর সীমানা ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প। আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক, ওষুধ পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন পূরণের শক্তি আপনারা, যারা উদ্ভাবন করেন, বদল আনেন আর নতুন সম্ভাবনা গড়ে তোলেন। আপনি প্রযুক্তি, ব্যবসা বা চিকিৎসা যে ক্ষেত্রেরই শিক্ষার্থী হন না কেন, আপনার দক্ষতা লক্ষ লক্ষ মানুষকে নিরাময়, উন্নতি ও ক্ষমতায়নে সাহায্য করতে পারে। স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কেবল হাসপাতালেই গড়ে উঠবে না, এটি গড়ে উঠবে শ্রেণিকক্ষে, স্টার্টআপে, ল্যাবে এবং কমিউনিটির মধ্যে আপনাদের মাধ্যমেই।”

ইভেন্টে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল এবং অসাধারণ কিছু ব্যক্তিত্ব, যা তরুণদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে, যেখানে পুশআপ চ্যালেঞ্জের প্রাইমারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সেরা ১৭ জন ফাইনাল রাউন্ডে অংশ নেয় এবং সেখান থেকে বিজয়ী জিতে নেন ‘সুখী’র সৌজন্যে একটি ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো।   

বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন—সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার), শুভাশিস ভৌমিকসহ অনেকে। মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন। সন্ধ্যায় নেমেসিস ব্যান্ডের লাইভ পারফরমেন্সের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • গ্রামীণ হেলথ টেকের পৃষ্ঠপোষকতায় ‘রাইজ অ্যাবাভ অল’