পরাগায়নে সহায়তা করবে রোবট পোকামাকড়
Published: 12th, February 2025 GMT
জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নানা কারণে বিশ্বজুড়ে পোকামাকড়ের সংখ্যা কমছে। পোকামাকড়ের সংখ্যা কমে যাওয়ায় অনেক ফসল ও ফুলের পরাগায়নেও সমস্যা হচ্ছে। এ কারণে প্রকৃতিতে ধীরে ধীরে বিরূপ প্রভাব পড়ছে। এ সমস্যার সমাধান করতে আকারে ছোট রোবট পোকামাকড় তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল বিজ্ঞানী।
এমআইটির বিজ্ঞানীদের তথ্যমতে, আকারে ছোট রোবট পোকামাকড়ের ডানা মৌমাছির অনুকরণে তৈরি করা হয়েছে। ওজন এক গ্রামের কম হওয়ায় বাস্তবের পোকামাকড়ের সঙ্গে যুক্ত হয়ে একই গতিতে পথ পাড়ি দিতে পারে রোবট পোকামাকড়। বিভিন্ন ফুল ও ফসলের দ্রুত পরাগায়নের জন্য এসব রোবট পোকামাকড় ব্যবহার করা হবে। এর ফলে ফসল বা পরিবেশের কোনো ক্ষতি না করেই দ্রুত ফসলের ফলন বাড়ানো যাবে।
আরও পড়ুনরোবট চিত্রশিল্পীর আঁকা ছবি উঠছে নিলামে, দাম কত২৭ অক্টোবর ২০২৪পরাগবাহক হিসেবে রোবটের ব্যবহার নতুন কোনো ধারণা নয়। আগে যেসব রোবট ব্যবহার করা হয়েছে, সেগুলো আসলে তেমন টেকসই ছিল না। আর তাই এবার যান্ত্রিক পরাগায়নের সীমাবদ্ধতার সমাধান করে নতুন নকশাও প্রণয়ন করেছেন বিজ্ঞানীরা। জার্নাল অব সায়েন্স রোবোটিকসের এক গবেষণাপত্রে এসব রোবটের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, পোকামাকড়ের রোবট ১০০০ সেকেন্ড বা ১৬ মিনিটের বেশি সময় উড়তে পারে। শুধু তাই নয়, সোজা বা খালি স্থানের পাশাপাশি জটিল পথেও উড়তে পারে এসব রোবট। প্রতি সেকেন্ডে ৩০ সেন্টিমিটার গতিতে উড়ার ক্ষমতা থাকায় দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে রোবট পোকামাকড়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে