Prothomalo:
2025-05-01@05:33:51 GMT

আমরা পারি, আমরা পারব...

Published: 16th, February 2025 GMT

এই লেখার অনুপ্রেরণা বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রামী ঐতিহ্য এখানকার উর্বর মাটি আর দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নাগরিকদের নিজেকে বিলিয়ে দেওয়ার দুরন্ত সাহস।

সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণ, ‘মায়ের ভাষা’ বাংলায় কথা বলার অধিকার আদায়ের নিমিত্তে বায়ান্নর ভাষা আন্দোলনে বরকত–সালাম–রফিক–জব্বারের জীবনদান, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে লাখে লাখে ছাত্র–শিক্ষক–তরুণ–যুবক–নারী–শিশু–কৃষক–শ্রমিকের আত্মত্যাগ, নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক তরুণ–তরুণীর প্রাণহানি আর নানা শ্রেণি–পেশার কয়েক হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে স্বৈরাচারের পতন। বারবারই তরুণেরা অগ্রভাগে থেকে দেশের মুক্তিকামী মানুষদের সঙ্গে নিয়ে অসমশক্তির বিরুদ্ধে সাহসী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

যার সূত্রে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব।

জুলাই-আগস্ট ২০২৪–এর আন্দোলনের আলোচিত সেই ভিডিওর কথা কারও ভুলে যাওয়ার কথা নয়। ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিডি যায় না’—ইকবাল নামের সেই পুলিশ কর্মকর্তা তখনকার ডিবিপ্রধান হারুন, পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের উপস্থিতিতে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছিলেন। সেই ‘বাকিডি যায় না’ দলের সাহসী তরুণেরাই লড়াইয়ে জয়ী হন, ক্ষমতার পালাবদল হয় বাংলাদেশে। নতুন বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ সামনে এলেও এ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আর আদর্শগত মতবিরোধে বিবাদ লেগেই আছে দশকের পর দশক।

দফায় দফায় ‘বিদেশি রেফারি’ আর সংলাপ সংলাপ খেলা

ক্ষমতাকেন্দ্রিক আমাদের রাজনীতির বিবাদ, বিভাজন ও অনৈক্য নিরসনে মধ্যস্থতায় আসতে হয় বিদেশিদের; কখনো কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত, কখনোবা জাতিসংঘ মহাসচিবের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিবকে।

১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে সংসদের বিরোধী দল আওয়ামী লীগ। অচলাবস্থা নিরসনে কমনওয়েলথের তরফ থেকে দুই পক্ষের মধ্যে সমঝোতার নিমিত্তে আলোচনার উদ্যোগে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকায় আসেন স্যার নিনিয়েন স্টিফেন। অস্ট্রেলিয়ান এই কূটনীতিক বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাঁর দেওয়া একটি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব আওয়ামী লীগ গ্রহণ করেনি; বরং তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকায় সমাধান ছাড়াই ফিরে যেতে হয় স্টিফেনকে।

আমাদের রাজনীতিকেরা ক্ষমতায় থাকা কিংবা মসনদে ফেরার কুশলী খেলা খেলতে গিয়ে পারস্পরিক সম্পর্ককে এতটাই ‘সতিনসুলভ’ অপ্রীতিকর পর্যায়ে নিয়ে গেছেন যে এই বিবাদ দেশের কোনো বিশিষ্টজন কিংবা পক্ষ দ্বারা মেটানো অসম্ভব হয়ে ওঠে। এ জন্য আনতে হয় বিদেশি সালিসকারী। সেই বিদেশিরাও বারবার দেখে গেছেন আমাদের রাজনীতিকদের ‘আসল রূপ’। এসব ব্যক্তি বিশ্বের নানা আসরে বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিকদের বিষয়ে তাঁদের লব্ধ অভিজ্ঞতা তুলে ধরেছেন, তাতে নিশ্চয়ই অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের মর্যাদা–সম্মান–সুখ্যাতি বাড়েনি। ক্ষমতার লোভ কিংবা মোহ রাজনীতিকদের কাণ্ডজ্ঞানশূন্য করে তোলে। যাঁদের চিন্তাচেতনার এমন অধঃপতন, তাঁদের মতো লোকেরা আজ্ঞাবাহী সুচতুর সরকারি কর্মচারী অসৎ ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে অপরাধলব্ধ অর্থ বিদেশে পাচার করবেন, টাকার বালিশ, তোষকে ঘুমানোর মতো বিকৃতিতে ভুগবেন, এটাই স্বাভাবিক।

নানা প্রাকৃতিক দুর্যোগ—ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরার মতো দুর্যোগ মোকাবিলা করে সংগ্রামী জাতি হিসেবে ফসলের মাঠে আর খেলার মাঠে বিশ্ববাসীর সামনে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখতে পেরেছে বাংলাদেশ।তবু কিছু আশার আলো

বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিবেশী সার্কভুক্ত দেশগুলোর শত শত শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর সিংহভাগ আমাদের তিন দিক বেষ্টন করে থাকা প্রতিবেশী ভারতের। কয়েক দশক ধরেই বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে সংখ্যায় এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ ও ভারতে ব্রিটিশ স্ট্যান্ডার্ড কারিকুলামে চিকিৎসাশাস্ত্র পড়ানো হয় বলে শিক্ষার মানে হেরফের হয় না। বাংলাদেশ যেখানে আশপাশের দেশগুলোর চেয়ে এগিয়ে, তা হলো এখানে স্বল্প ব্যয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করা সম্ভব।

ভারত, নেপাল, ভুটানের শিক্ষার্থীরা এখানে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে নিজ নিজ দেশে ফিরে গিয়ে আরও উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি পেশাগত নীতিনৈতিকতার আলোকে চিকিৎসাসেবায় নিয়োজিত হন। ঘটনাক্রমে উন্নততর চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশের রোগীরা প্রায়ই শরণাপন্ন হন বাংলাদেশ থেকে পাস করা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকের। ব্যবধান দুই দেশের চিকিৎসার স্ট্যান্ডার্ডে।

নীতিনৈতিকতার আলোকে চিকিৎসাসেবা দেওয়ার মানসিকতায়, আকাঙ্ক্ষায়।
বাংলাদেশে মানসম্পন্ন চিকিৎসাবিজ্ঞান পড়ানো হলেও এখানে মানসম্পন্ন ও নির্ভর করার মতো উন্নততর চিকিৎসাব্যবস্থা গড়ে উঠল না কেন?

বাংলাদেশ যদি ভালো চিকিৎসক তৈরি করতে পারে, তাহলে রোগীদের কাছে ‘আশা-ভরসার কেন্দ্রবিন্দু’ ভালো চিকিৎসক তৈরি করতে পারবে না কেন? গলদটা কোথায়, তা খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

পেঁয়াজ রাজনীতির খেলায় জিতল বাংলাদেশ

পেঁয়াজ রাজনীতির খেলা খেলতে গিয়ে প্রতিবেশী ভারত বরং আমাদের উপকারই করেছে। স্থানীয় কৃষিজীবীদের পাশাপাশি দেশের বিভিন্ন কৃষিভিত্তিক গবেষণা, উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানের অক্লান্ত প্রচেষ্টায় দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে বহুগুণ। তাতে কারও কূটকৌশল কিংবা চোখ রাঙানোকে ভবিষ্যতে আমাদের পাত্তা না দিলেও চলে। সুখবরটা দিতে হয়তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (সরেজমিন উইং, ডিএই-২০২৩) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর দেশে পেঁয়াজের চাহিদা ৩০ লাখ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হয়েছে ৩৯ লাখ মেট্রিক টন। তবু গত এক বছরে স্থানীয় চাহিদা মেটাতে শুধু ভারত থেকেই সাত লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। কারণ, সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। তা ছাড়া নড়বড়ে বিপণনব্যবস্থা ও কার্যকর নজরদারি না থাকায় বাজারে অস্থিরতা লেগেই থাকে। তবু এত দিন অনাবাদি থাকা জমিতে পেঁয়াজ চাষ করায় উৎপাদন বেড়েছে, বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে এবার।

পাশাপাশি দেশের কৃষিবিজ্ঞানীদের গবেষণালব্ধ নানা রকম উচ্চফলনশীল জাতের উদ্ভাবন নীরবে বিশাল এক বিপ্লব এনেছে সামগ্রিক কৃষিক্ষেত্রে।  আমাদের দেশটা এমন একটা দেশ, যেখানে উর্বর মাটি, আবহাওয়া নাতিশীতোষ্ণ, অল্প পরিশ্রমে বিপুল পরিমাণে ফসল ফলে।

এখন পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পনা নেওয়া হোক রাষ্ট্রীয় পর্যায়ে। স্লোগান উঠুক, আমাদের ফসল ফলাব আমরাই—চাল, পেঁয়াজ, আলুসহ নানা কৃষিপণ্যে স্বনির্ভর হব আমরা। সেই পরিকল্পনা বাস্তবায়নে নেওয়া হোক যথাযথ পদক্ষেপ।

জুলাই-আগস্ট ২০২৪–এর ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তিত হলে বাংলাদেশে পেঁয়াজের পাশাপাশি আলু, চাল রপ্তানিও বন্ধ করার ঘোষণা দেয় ভারত সরকার।

পাশাপাশি কলকাতা, ত্রিপুরা, শিলিগুড়ির আবাসিক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের সেবা না দেওয়ার ঘোষণা দিয়ে দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আচমকাই বৈরিতার চাদরে ঢেকে দেয়। সেটা কাটিয়ে উঠতে তেমন বেগ পেতে হয়নি আমাদের।

কারও দয়া পেতে নয়; বরং আমাদের নাগরিকেরা তাঁদের উপার্জনের টাকা ব্যয় করে ভারতে যান কেনাকাটা, চিকিৎসা কিংবা বেড়াতে। ভারতের ভিজিট ভিসা বন্ধ থাকায় এখন তাঁরা যাচ্ছেন অন্য দেশে।

আমরা পারি, আমরা পারব

আমাদের তরুণেরা যুব বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে, নারী ফুটবল দল সাফ নারী ফুটবলে শিরোপা লাভ করেছে। উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষ শক্তিশালী ভারতকে হারিয়েই বিজয়ীর হাসি হেসেছে আমাদের খেলোয়াড়েরা, সঙ্গে পুরো দেশ।

নানা প্রাকৃতিক দুর্যোগ—ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরার মতো দুর্যোগ মোকাবিলা করে সংগ্রামী জাতি হিসেবে ফসলের মাঠে আর খেলার মাঠে বিশ্ববাসীর সামনে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখতে পেরেছে বাংলাদেশ।

প্রতিবেশীর দেখানো উপেক্ষা, অসম্মান আমাদের ভেতরে তৈরি করুক জেদ, জাগিয়ে তুলুক আত্মসম্মানবোধ।

মুহাম্মদ লুৎফুল হায়দার ব্যাংকার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র র জন ত ক ক ষমত র আম দ র উৎপ দ সরক র ব যবস

এছাড়াও পড়ুন:

শক্তিশালী ব্যালান্স শিট প্রবৃদ্ধিসহ ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য সাফল্য

চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) পূর্ববর্তী বছরের তুলনায় ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালে অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে ব্যাংকটি ১ হাজার ৪৩২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২৩ সালে ছিল ৮২৮ কোটি। ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।  

একক (স্ট্যান্ডঅ্যালন) ভিত্তিতে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ কোটি টাকায়, যেখানে আগের বছরের ৭৩০ কোটি টাকার তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬ শতাংশ। ব্যাংকিং খাতে চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ব্র্যাক ব্যাংক ব্যালান্স শিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ইন্ডাস্ট্রি-অ্যাভারেজের চেয়েও অনেক বেশি। এ সময় ব্যাংকটি এককভাবে গ্রাহক আমানতে ৩৪ শতাংশ এবং ঋণে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

২৮ এপ্রিল ২০২৫ ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক বিবরণী অনুমোদন করে। ব্যাংকটির আর্থিক বিবরণীতে উঠে আসা উল্লেখযোগ্য সূচকগুলো এখানে তুলে ধরা হলো—

শক্তিশালী গ্রাহক-ভিত্তি এবং খাতভিত্তিক সহায়তা

২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের রিটেল ব্যাংকিং সেগমেন্টে সাড়ে তিন লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে, যার ফলে ব্যাংকটির রিটেইল ব্যাংকিং সেগমেন্টে এখন মোট গ্রাহকসংখ্যা ১৩ লাখের বেশি। এই অর্জন পারসোনালাইজড ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের ক্রমবর্ধমান ব্যাংকিং প্রয়োজন মেটানোর ব্যাপারে ব্যাংকটির নিবেদিত প্রচেষ্টার প্রতিফলন। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সেক্টর এসএমই খাত। ব্যাংকটি এই সেগমেন্টে এক লাখের বেশি নতুন সিএমএসএমই গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়েছে, যা উদ্ভাবন ও তৃণমূল উদ্যোক্তাদের সহায়তার ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। এ ছাড়া ব্যাংকটি করপোরেট ব্যাংকিং সেগমেন্টে ক্লায়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার। এভাবে ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং সেগমেন্ট দেশের বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

কৌশলগত ডিজিটাল উদ্যোগ

২০২৪ সালেও ব্র্যাক ব্যাংক ডিজিটাল রূপান্তরযাত্রায় ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে। নতুন অ্যাকাউন্টগুলোর মধ্যে ৭৭ শতাংশই খোলা হয়েছে ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং প্ল্যাটফর্ম ‘ইকেওয়াইসি’র মাধ্যমে। ২০২৪ সালের শেষে ব্যাংকটির আস্থা অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৮ লাখ। এই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে ২০২৪ সালে ২ কোটি ৭০ লাখের বেশি লেনদেনের মাধ্যমে দেড় লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গ্রাহকদের সহজ, সুবিধাজনক ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতি প্রতিফলন।

সমাজের মানুষকে ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নকে উৎসাহিতকরণ

ব্র্যাক ব্যাংকের গৃহীত উদ্যোগ আর্থিক সাফল্যের চেয়েও বেশি কিছু। ব্যাংকিং খাতে মোট জামানতবিহীন সিএমএসএমই ঋণের ৪৩ শতাংশই অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির আওতায় দেশের ২১০ জন নারী উদ্যোক্তা বিভিন্ন বিষয়ে সহায়তা পেয়েছেন। ৯৭৯ কোটি টাকা কৃষিঋণ বিতরণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রামীণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বৈশ্বিক খাতে অবদান এবং পরিবেশগত উন্নয়ন

রপ্তানিতে ২.০৬ বিলিয়ন মার্কিন ডলার এবং আমদানিতে ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সম্পন্নের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সবুজ কারখানা ও টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে ব্র্যাক ব্যাংক পরিবেশগত খাতে সহায়তা অব্যাহত রেখেছে।

উল্লেখযোগ্য পরিমাণ কর প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান

একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০২৪ সালে কর প্রদানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সরকারের রাজস্ব কোষাগারে ১ হাজার ৯৩৯ কোটি টাকার অবদান রেখেছে।

নেটওয়ার্ক সম্প্রসারণ

দেশের আরও বেশি মানুষের কাছে সহজ ও সুবিধাজনক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক নিজেদের ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারিত করে চলেছে। ২৬৩টি শাখা ও উপশাখা, ৩২৯টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলো মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সর্বাধিক বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত, সহজ, সুবিধাজনক ও উপভোগ্য ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য পারফরম্যান্স

• সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের ৪.৩০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে ৬.৯৫ টাকায় উন্নীত হয়েছে।

• শেয়ার প্রতি সমন্বিত নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) আগের বছরের তুলনায় ৩৭.৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৪.১১ টাকায় উন্নীত হয়েছে।

• শেয়ার প্রতি সমন্বিত নিট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২০২৩ সালের ৩৭.০৫ টাকার তুলনায় ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬০.৯১ টাকায়।

• ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ব্র্যাক ব্যাংকের লোন পোর্টফোলিও বেড়েছে ২০ শতাংশ, যেখানে ইন্ডাস্ট্রি-অ্যাভারেজ ছিল ৭ শতাংশ।

• এ সময় গ্রাহক আমানত ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি-অ্যাভারেজ ছিল ৭ শতাংশ।

• সমন্বিত রিটার্ন অন ইকুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেট (আরওএ) যথাক্রমে ১৯.৮০ শতাংশ এবং ১.৫১ শতাংশ।

• ঋণ প্রবৃদ্ধি, দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং বেশি নন-ফান্ডেড আয়ের ফলে ইন্টারেস্ট আয়ও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এর ফলে ২০২৪ সালে মোট সমন্বিত আয় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

• ব্যাংকের কৌশল বাস্তবায়নের লক্ষ্যে মানবসম্পদ, প্রযুক্তি এবং অবকাঠামোতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের ফলে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মোট সমন্বিত পরিচালন ব্যয় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

• বিশেষ করে আন্ডাররাইটিং, মনিটরিং এবং রিকভারির ওপর জোর দেওয়ার ফলে নন-পারফর্মিং লোন (এনপিএল) ২০২৩ সালের ৩.৩৮ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ২.৬৩ শতাংশ হয়েছে।

প্রবৃদ্ধিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক রেগুলেটরি ক্যাপিটাল বৃদ্ধির প্রতি জোর দিয়েছে। সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ২০২৪ সালে ব্যাংকটির রেগুলেটরি ক্যাপিটাল ৭ হাজার ১৪৩ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালে ছিল ৫ হাজার ৫০৯ কোটি টাকা।

২০২৪ অর্থবছরের এই অসাধারণ অর্জন সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘২০২৪ সালে আমাদের এই অর্জিত সাফল্য গ্রাহক, সমাজ ও দেশের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির উদাহরণ। গ্রাহক ও স্টেকহোল্ডারদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে আমরা উদ্ভাবন, ক্ষমতায়ন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

সেলিম রেজা ফরহাদ হোসেন আরও বলেন, ‘বছরের পর বছর ধরে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সব স্টেকহোল্ডারের কাছে ব্র্যাক ব্যাংক এখন এক আস্থার নাম। করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স এবং মূল্যবোধনির্ভর ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংক রোল-মডেল হিসেবে স্বীকৃত। এমন অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের প্রতি—তাঁদের অবিচল আস্থার জন্য; আমাদের পরিচালনা পর্ষদের প্রতি—তাঁদের ধারাবাহিক দিকনির্দেশনার জন্য এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি—চ্যালেঞ্জিং সময়েও তাঁদের দূরদর্শী রেগুলেটরি দিকনির্দেশনার জন্য।’

আর্থিক তথ্য সম্পর্কে বিস্তারিত ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে: https://www.bracbank.com/en/investor-relations#financialStatements

সম্পর্কিত নিবন্ধ

  • ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ৫ বছরে, অস্ট্রেলিয়ার বিনোদন বাজার বাড়ছে
  • বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ২৪ শতাংশ
  • জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
  • শক্তিশালী ব্যালান্স শিট প্রবৃদ্ধিসহ ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য সাফল্য
  • আইন সংশোধন করে কি ঠেকানো যাবে ইন্টারনেট বন্ধ
  • ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • অর্থনীতির আকারে এশিয়ার মধ্যে বাংলাদেশ দশম
  • ইউনাইটেড ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
  • সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা