বিল গেটসের জীবনের বড় আক্ষেপ কী, জানেন? ইংরেজি ছাড়া তিনি আর কোনো ভাষা জানেন না। এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেছেন, ‘কোনো ভিনদেশি ভাষা জানি না, ভাবলেই আমার নিজেকে আস্ত বোকা মনে হয়।’
বৃত্তি বা চাকরি পাওয়া সহজ—শুধু এই বিবেচনায় নয়, একেবারে ব্যক্তিগত আগ্রহ থেকেও অনেকে তৃতীয় একটি ভাষা শিখতে আগ্রহী হন। সুযোগ কিন্তু আছে নানা রকম। চাইলে একটি ভাষার ওপর পুরোদস্তুর স্নাতক করতে পারেন। ডিপ্লোমা বা ছোটখাটো কোর্স করার সুযোগও আছে।
খরচ কেমনভাষা বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে গেলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করতে হয়। পেশাদার মাস্টার্স কোর্সের খরচ বিশ্ববিদ্যালয়ভেদে একেক রকম। সার্টিফিকেট কোর্সের খরচ সাধারণত ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। ডিপ্লোমা করতে খরচ পড়ে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়াও ভাষাদক্ষতা–সংশ্লিষ্ট কোর্সের খরচ শ্রেণিভেদে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা হতে পারে।
ভর্তির যোগ্যতা ও অন্যান্য তথ্যউচ্চমাধ্যমিক পাস হলেই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষার শিক্ষা কেন্দ্র থেকে সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে পারেন। বিশেষায়িত ভাষাকেন্দ্রগুলোতেও উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যায়। বিভিন্ন ভাষাকেন্দ্রে বিভিন্ন পাঠ্যক্রম অনুসারে ভাষা শেখানো হয়। ৪ বছরের স্নাতক প্রোগ্রাম ছাড়া ৩ থেকে ১৮ মাসব্যাপী বিভিন্ন কোর্স ও সনদ গ্রহণের সুযোগ আছে।
আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন জাপানিজ স্টাডিজ (বিস্তারিত: https://djs.                
      
				
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।