বিল গেটসের জীবনের বড় আক্ষেপ কী, জানেন? ইংরেজি ছাড়া তিনি আর কোনো ভাষা জানেন না। এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেছেন, ‘কোনো ভিনদেশি ভাষা জানি না, ভাবলেই আমার নিজেকে আস্ত বোকা মনে হয়।’
বৃত্তি বা চাকরি পাওয়া সহজ—শুধু এই বিবেচনায় নয়, একেবারে ব্যক্তিগত আগ্রহ থেকেও অনেকে তৃতীয় একটি ভাষা শিখতে আগ্রহী হন। সুযোগ কিন্তু আছে নানা রকম। চাইলে একটি ভাষার ওপর পুরোদস্তুর স্নাতক করতে পারেন। ডিপ্লোমা বা ছোটখাটো কোর্স করার সুযোগও আছে।
খরচ কেমনভাষা বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে গেলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করতে হয়। পেশাদার মাস্টার্স কোর্সের খরচ বিশ্ববিদ্যালয়ভেদে একেক রকম। সার্টিফিকেট কোর্সের খরচ সাধারণত ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। ডিপ্লোমা করতে খরচ পড়ে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়াও ভাষাদক্ষতা–সংশ্লিষ্ট কোর্সের খরচ শ্রেণিভেদে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা হতে পারে।
ভর্তির যোগ্যতা ও অন্যান্য তথ্যউচ্চমাধ্যমিক পাস হলেই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষার শিক্ষা কেন্দ্র থেকে সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে পারেন। বিশেষায়িত ভাষাকেন্দ্রগুলোতেও উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যায়। বিভিন্ন ভাষাকেন্দ্রে বিভিন্ন পাঠ্যক্রম অনুসারে ভাষা শেখানো হয়। ৪ বছরের স্নাতক প্রোগ্রাম ছাড়া ৩ থেকে ১৮ মাসব্যাপী বিভিন্ন কোর্স ও সনদ গ্রহণের সুযোগ আছে।
আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন জাপানিজ স্টাডিজ (বিস্তারিত: https://djs.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//