ইলন মাস্কের ডোজ ট্র্যাকার: কমাতে হবে ২ ট্রিলিয়ন ডলার
Published: 16th, February 2025 GMT
সরকারি খরচ কমানো নিয়ে একটা মজার গল্প বলি। ৩০ বছর সরকারি চাকরি করেছি। আর এই দীর্ঘ সময়ে অনেক কিছুই দেখেছি। আমাদের অফিসে এমন অনেক সহকর্মী ছিলেন, যাঁরা সারা দিন চিন্তা করতেন কীভাবে সরকারের বাড়তি খরচ কমানো যায়।
সেনাবাহিনীতে তো এটা ছিল রোজকার রুটিন কাজ। পরে যখন সেনাবাহিনী থেকে বেরিয়ে বেসরকারি অফিসে কাজ করার সুযোগ পেলাম, সেখানেও দেখলাম খরচের একটা নিজস্ব ট্র্যাকার আছে। এটা ছিল একটা অসাধারণ সিস্টেম, যেখানে প্রতিটি বিভাগের সব রকম খরচ, সেভিং আর ভবিষ্যৎ প্ল্যান একসঙ্গে দেখা যেত।
এখন ইলন মাস্কের ডোজ ট্র্যাকার দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এটা একটি ডিজিটাল ট্র্যাকার, যার নাম ‘ডোজ ক্লক’। ইলন মাস্কের নেতৃত্বে চলা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি (ডোজ) নামের সংস্থা কত টাকা বাঁচাতে পারছে, সেটি এই ট্র্যাকার দেখায়।
এ লেখা যখন লিখছি তখনকার হিসাব অনুযায়ী, তখন পর্যন্ত ৪৬ বিলিয়ন ডলার বাঁচানো গেছে। ডোজের কাজ শেষ করতে এখনো ৫০৫ দিন বাকি। এই কাজে প্রত্যেক ট্যাক্সপেয়ার এখন পর্যন্ত ৩০৪ ডলার বাঁচিয়েছেন। পাশাপাশি, লক্ষ্যের ২.
এই ডোজ ক্লকটা আসলে একটা কমিউনিটি মিম প্রজেক্ট—মানে সরকারি সংস্থার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। ডোজ ক্লকের ওয়েবসাইটে গেলে দেখা যায়, সরকারের নতুন নিয়মকানুন চালু হওয়ার পর ট্যাক্সপেয়াররা কত টাকা বাঁচাতে পারবেন, সেটা এখানে হিসাব করা হয়।
আমার ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সরকারি খরচ কমানো সব সময়ই একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু এখন ডিজিটাল যুগে এই ডোজ ক্লকের মতো টুল থাকায় এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। এখন যে কেউ রিয়েল টাইমে দেখতে পারছে কীভাবে সরকারি খরচ কমছে, কোথায় কমছে, আর এর ফলে ট্যাক্সপেয়াররা কীভাবে উপকৃত হচ্ছেন। এটা একটা বড় অর্জন।শুধু তাই নয়, ডোজ কতগুলো নতুন উদ্যোগ নিয়েছে, মোট কত টাকা বাঁচানো গেছে, আর ট্যাক্সপেয়াররা কত টাকা বাঁচাতে পারবেন—এই সব তথ্যও এখানে পাওয়া যায়।
একটা সহজ উদাহরণ দিই। ধরুন, আপনি একজন ট্যাক্সপেয়ার। আপনি জানতে চান, সরকারের নতুন নিয়মের কারণে আপনার কত টাকা বাঁচবে। এই ট্র্যাকারে গিয়ে আপনি সেটা সহজেই দেখতে পাবেন।
এ ছাড়া ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত কত দিন বাকি আছে সেটাও দেখা যায়। নিউজউইকের খবর অনুযায়ী, এই সময়ের মধ্যে ২ ট্রিলিয়ন ডলার বাঁচানোর টার্গেট নেওয়া হয়েছে।
সরকারি খরচ কমানো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় লক্ষ্য। সে কারণেই প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ডোজ তৈরি করা হয়েছে। এর দায়িত্বে আছেন ইলন মাস্ক। এই সংস্থার মূল কাজই হলো সরকারি খরচ কমানোর উপায় বের করা।
তবে মনে রাখবেন, এই ডোজ ক্লক সরকারি কোনো জিনিস নয়। এটি শুধু সরকারি খরচের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য তৈরি করা একটা কমিউনিটি প্রজেক্ট।
আমার ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সরকারি খরচ কমানো সব সময়ই একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু এখন ডিজিটাল যুগে এই ডোজ ক্লকের মতো টুল থাকায় এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। এখন যে কেউ রিয়েল টাইমে দেখতে পারছে কীভাবে সরকারি খরচ কমছে, কোথায় কমছে, আর এর ফলে ট্যাক্সপেয়াররা কীভাবে উপকৃত হচ্ছেন। এটা একটা বড় অর্জন।
আমাদের দেশে এটাও হবে একদিন। এই আশা করি।
রকিবুল হাসান টেলিকম, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক লেখক
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইলন ম স ক কত ট ক সরক র
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//