‘নবায়নযোগ্য শক্তি-ছুটির রিসোর্ট পূর্বাচল আরেক ধাপ এগিয়ে’
Published: 16th, February 2025 GMT
দেশে বিদ্যুতের চাহিদা প্রতিদিন বাড়ছে। বাড়ছে কলকারখানা। বাড়ছে দূষণ। সেই দূষণ মোকাবিলায় যথাযথ উদ্যোগের অনেক অভাব রয়েছে। ২০১২ সাল থেকে ছুটি গ্রুপ ইকো ট্যুরিজমকে প্রোমোট করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সচেতন। এর ধারাবাহিকতায় ছুটি রিসোর্ট পূর্বাচলে স্থাপন করা হলো ৫৬ কে ডব্লিউ পি সোলার প্যানেল।
গত ১৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই পরিবেশবান্ধব সোলার প্যানেলের। এতে বিদ্যুৎ খরচ কমবে প্রায় ৩০ শতাংশ। প্রতি বছর কার্বন নিঃসরণ কমবে ৪৯ মেট্রিক টন এবং জ্বালানি রক্ষা পাবে প্রায় ৫১৩৪ গ্যালন। ২০৩০ সালের মধ্যে শতভাগ সৌর বিদ্যুৎ নির্ভর হবার পরিকল্পনায় এগোচ্ছে ছুটি রিসোর্ট পূর্বাচল। দেশের অন্যান্য ট্যুরিজম প্রতিষ্ঠান ও যদি এমন উদ্যোগ নিতে শুরু করে তাহলে বায়ু দূষণ কিছুটা হলেও হয়তো কমবে।
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছুটি রিসোর্ট পূর্বাচল সর্বদা সর্বোচ্চ মানের গ্রাহক সেবা ও আপনার ভ্রমণ আনন্দদায়ক করতে বদ্ধপরিকর। প্রকৃতির মাঝে আধুনিক সব সুবিধাসহ ছুটি রিসোর্ট পূর্বাচল বর্তমানে প্রায় ২২টি অত্যাধুনিক রুম, সুবিশাল সুইমিং পুল, নান্দনিক রেস্টুরেন্ট, নৌকা ভ্রমণ, বাচ্চাদের খেলার জায়গাসহ আরো নানা সুবিধা নিয়ে সেবায় প্রস্তুত। এখানে গ্রুপ ডে লং, ফ্যামিলি ডে লং, কাপল ডে লং ও নাইট স্টে, কর্পোরেট প্রোগ্রাম বা সেমিনার, বিয়ে, জন্মদিন, বিভিন্ন দিবস উদযাপনের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে।
এছাড়া নির্মিতব্য হোটেল ছুটি হারমনিতে থাকছে বিনিয়োগের সুবিধা। প্রতিটি শেয়ার ক্রয়ে থাকছে বিভিন্ন রকম সুবিধা, যেমন ছুটি রিসোর্টে ফ্রি থাকা, বিনিয়োগের সর্বোচ্চ মুনাফা লাভসহ অনেক কিছু। ট্যুরিজম সেক্টরের এই অগ্রযাত্রায় আপনিও হতে পারেন তাদের অংশীদার।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিনিকেট চালের দাম কেজিতে ২-৫ টাকা কমেছে
বাজারে সরু তথা মিনিকেট চালের দাম কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা ও সরু নাজিরশাইল চালের দাম আগের মতোই রয়েছে। এ ছাড়া বাজারে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও মুরগি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট ৯০ টাকা দরে বিক্রি হয়েছিল, যা আজ বিক্রি হয়েছে ৮৫ টাকায়। একইভাবে ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেটের দাম ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকা ও রশিদ ব্র্যান্ডের মিনিকেটের দাম ৭৮ টাকা থেকে কমে ৭৬ টাকা হয়েছে।
সবচেয়ে বেশি কমেছে মোজাম্মেল মিনিকেট চালের দাম। এই চালের দামই এত দিন সবচেয়ে বেশি ছিল। গত সপ্তাহেও খুচরায় মোজাম্মেল ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল ১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বাজারে সেটি বিক্রি হয় ৯২ টাকায়। অর্থাৎ কেজিতে ৮ টাকা কমেছে এই মিনিকেট চালের দাম।
তবে নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দাম আগের মতোই রয়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা চাল বিক্রেতা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন বোরো ধানের মৌসুম চলছে। অর্থাৎ বোরো ধান থেকে যে চাল হয়, সেটি বাজারে এসেছে। সাধারণত মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চালগুলো এ ধান থেকেই আসে। ফলে বাজারে নতুন মিনিকেট চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমেছে।
চড়া পেঁয়াজ, মুরগির দাম
বাজারে এখন মূলত দেশি পেঁয়াজই বেশি বিক্রি হয়। এই পেঁয়াজের দাম তিন সপ্তাহ ধরে বাড়তি রয়েছে। বর্তমানে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। পাড়া-মহল্লায় এ দাম আরেকটু বেশি। গত এক মাসের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের দাম কিছুটা বেড়েছে। আজ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ২৬০ থেকে ৩১০ টাকায় বিক্রি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা ও সোনালির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পাশাপাশি ফার্মের মুরগির বাদামি ডিমের দামও আগের মতোই বেশি রয়েছে। আজ এই মানের এক ডজন ডিম বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকায়।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি কিনছেন দুই ক্রেতা