ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠানে আলোচক হিসেবে যোগ দিতে এসেছিলেন ইমেরিটাস অধ্যাপক প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী (রনবী)। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তির কারণে অনুষ্ঠানস্থলে যাওয়ার আগেই তাঁকে ফিরে যেতে হয়।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪–এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে।

এই শিল্পকর্ম প্রদর্শনীর সঙ্গে যুক্ত একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছে, সোমবার দুপুর ১২টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। অধ্যাপক রফিকুন নবীকে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগে তিনি অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের কার্যালয়ে আসেন। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে সেখানে এসেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ। অনুষ্ঠানের আগেই সহ–উপাচার্যের কার্যালয় থেকে চারুকলা অনুষদকে অধ্যাপক রফিকুন নবীর বিষয়ে আপত্তি জানানো হয় বলে জানায় ওই সূত্র। সূত্রটি প্রথম আলোকে বলে, আপত্তির বিষয়টি অধ্যাপক রফিকুন নবীকে জানানো হয়। তখন তিনি সেখান থেকেই চলে যান। এ সময় তাঁর সঙ্গে ময়নুল আবেদিনও চলে যান। তাঁরা ওসমান জামাল মিলনায়তনে আর যাননি।

এ বিষয়ে জানতে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনুষদের ডিন মো.

আজহারুল ইসলাম শেখের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু জেনেছি, একাডেমিক কমিটি থেকে শিক্ষকেরা অধ্যাপক রফিকুন নবীর সঙ্গে কথা বলেছেন। এটা বিভাগের ব্যাপার।’

এদিকে অধ্যাপক রফিকুন নবী চলে যাওয়ার পর দুপুরে ওসমান জামাল মিলনায়তনে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন হয়। সহ–উপাচার্য মামুন আহমেদ সেখানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আজহারুল ইসলাম শেখ। সভাপতিত্ব করেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল আলী। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী কমিটির আহ্বায়ক অধ্যাপক দুলাল চন্দ্র গাইন।

আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। শিক্ষার্থীদের আঁকা বাস্তব ও নিরীক্ষাধর্মী শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল পকর ম অন ষ ঠ ন চ র কল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ