ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’ পর্বের ১২তম আসরের জন্য দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রদর্শনী করেছে উদ্যোক্তা ব্র্যান্ড হুয়াওয়ে। জানা গেছে, প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের আইসিটিতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক উন্নয়নে অংশ নেওয়া।
ইতোমধ্যে রুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এইউএসটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতে হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রদর্শনীতে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগের বিষয়ে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রচারণা করা হবে।
চলতি বছরের মার্চ পর্যন্ত পথ প্রদর্শনী হবে। আগামী এপ্রিলে প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তখন থেকেই আগ্রহীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত বিজয়ীরা চীনে অনুষ্ঠেয় আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও দক্ষতাভিত্তিক বৈশ্বিক প্রতিযোগিতা। 
বাংলাদেশে ২০১৪ সালে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে শিক্ষাবিদ ও শিক্ষার্থীর কাছে উদ্যোগটি গ্রহণযোগ্যতা পেয়েছে। 
প্রতিবছর বহির্বিশ্বের কয়েকটি দেশের বিজয়ীরা আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। ইতোমধ্যে সারাবিশ্বে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ