নতুন পর্বে ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা
Published: 18th, February 2025 GMT
ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’ পর্বের ১২তম আসরের জন্য দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রদর্শনী করেছে উদ্যোক্তা ব্র্যান্ড হুয়াওয়ে। জানা গেছে, প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের আইসিটিতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক উন্নয়নে অংশ নেওয়া।
ইতোমধ্যে রুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এইউএসটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতে হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রদর্শনীতে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগের বিষয়ে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রচারণা করা হবে।
চলতি বছরের মার্চ পর্যন্ত পথ প্রদর্শনী হবে। আগামী এপ্রিলে প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তখন থেকেই আগ্রহীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত বিজয়ীরা চীনে অনুষ্ঠেয় আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও দক্ষতাভিত্তিক বৈশ্বিক প্রতিযোগিতা।
বাংলাদেশে ২০১৪ সালে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে শিক্ষাবিদ ও শিক্ষার্থীর কাছে উদ্যোগটি গ্রহণযোগ্যতা পেয়েছে।
প্রতিবছর বহির্বিশ্বের কয়েকটি দেশের বিজয়ীরা আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। ইতোমধ্যে সারাবিশ্বে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত