ফেসবুকসহ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও সম্প্রচারের সুযোগ থাকায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে চলতি পথের কোনো উল্লেখযোগ্য ঘটনার দৃশ্য লাইভ করেন। শুধু তা–ই নয়, ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা নতুন উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবাগুলো গ্রাহকের কাছে পৌঁছাতেও নিয়মিত ফেসবুক লাইভ করেন। এত দিন ফেসবুকে পুরোনো লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করা থাকলেও গতকাল বুধবার থেকে নতুন নীতিমালা চালুর ঘোষণা দিয়েছে মেটা। নতুন নীতিমালার আওতায় ৩০ দিনের বেশি পুরোনো সব লাইভ ভিডিও মুছে ফেলা হবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বেশির ভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই দেখা হয়ে যায়। তাই ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করতে এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন এ নীতিমালার আওতায় ফেসবুকের লাইভ ভিডিও দীর্ঘদিন অনলাইনে সংরক্ষণ করা হবে না। সম্প্রচারের ৩০ দিন পর ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে, ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষণ না করলে হারিয়ে যাবে ভিডিওগুলো।

আরও পড়ুনফেসবুক রিলস বানিয়েই যেভাবে টাকা আয় করতে পারেন২৫ অক্টোবর ২০২৪

পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীদের ই-মেইল ও বার্তা পাঠিয়ে সতর্ক করা হবে। সতর্ক বার্তা পাওয়ার ৯০ দিনের মধ্যে ভিডিও সংরক্ষণ করতে হবে। লাইভ ভিডিও সংরক্ষণের জন্য ফেসবুক বেশ কয়েকটি ডাউনলোডের সুবিধা চালু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারকারীরা চাইলে একসঙ্গে বা আলাদাভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ভিডিও সরাসরি ড্রপবক্স বা গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজেও সংরক্ষণ করা যাবে।

আরও পড়ুনফেসবুকে ভিডিও নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে০৫ অক্টোবর ২০২৪

ফেসবুকের লাইভ ভিডিও সংরক্ষণের জন্য প্রথমে অ্যাকটিভিটি লগ অপশনে প্রবেশ করে ইয়োর লাইভ ভিডিওস ফিল্টারের মাধ্যমে ভিডিও সম্প্রচারের তারিখ নির্বাচন করতে হবে। এ ছাড়া প্রোফাইল, পেজ বা মেটা বিজনেস স্যুটের ‘ভিডিও’ বা ‘লাইভ’ ট্যাবে গিয়ে পছন্দের ভিডিও নির্বাচন করে ফুল স্ক্রিন মোডে চালু করে তিনটি ডট মেনু থেকে ভিডিও ডাউনলোড অপশন নির্বাচন করা যাবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও সংরক্ষণ করা সম্ভব না হয়, তবে ছয় মাস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে। এ ক্ষেত্রে নোটিফিকেশন থেকে ‘লার্ন মোর’ অপশনে গিয়ে পোস্টপন্ড নির্বাচন করলে ভিডিও মুছে যাওয়ার সময়সীমা বাড়ানো যাবে।

সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক ত সময

এছাড়াও পড়ুন:

‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।  

আরো পড়ুন:

পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

নিজের প্রতি সদয় কেন হতে হবে?

কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?

প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!

তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।

চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা  সঠিক প্রম্পট দেওয়া।  আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।

শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি