ফেসবুক লাইভ ভিডিও নির্দিষ্ট সময় পর মুছে ফেলবে মেটা, তবে...
Published: 20th, February 2025 GMT
ফেসবুকসহ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও সম্প্রচারের সুযোগ থাকায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে চলতি পথের কোনো উল্লেখযোগ্য ঘটনার দৃশ্য লাইভ করেন। শুধু তা–ই নয়, ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা নতুন উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবাগুলো গ্রাহকের কাছে পৌঁছাতেও নিয়মিত ফেসবুক লাইভ করেন। এত দিন ফেসবুকে পুরোনো লাইভ ভিডিওগুলো সংরক্ষণ করা থাকলেও গতকাল বুধবার থেকে নতুন নীতিমালা চালুর ঘোষণা দিয়েছে মেটা। নতুন নীতিমালার আওতায় ৩০ দিনের বেশি পুরোনো সব লাইভ ভিডিও মুছে ফেলা হবে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বেশির ভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই দেখা হয়ে যায়। তাই ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করতে এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন এ নীতিমালার আওতায় ফেসবুকের লাইভ ভিডিও দীর্ঘদিন অনলাইনে সংরক্ষণ করা হবে না। সম্প্রচারের ৩০ দিন পর ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে, ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষণ না করলে হারিয়ে যাবে ভিডিওগুলো।
আরও পড়ুনফেসবুক রিলস বানিয়েই যেভাবে টাকা আয় করতে পারেন২৫ অক্টোবর ২০২৪পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীদের ই-মেইল ও বার্তা পাঠিয়ে সতর্ক করা হবে। সতর্ক বার্তা পাওয়ার ৯০ দিনের মধ্যে ভিডিও সংরক্ষণ করতে হবে। লাইভ ভিডিও সংরক্ষণের জন্য ফেসবুক বেশ কয়েকটি ডাউনলোডের সুবিধা চালু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারকারীরা চাইলে একসঙ্গে বা আলাদাভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ভিডিও সরাসরি ড্রপবক্স বা গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজেও সংরক্ষণ করা যাবে।
আরও পড়ুনফেসবুকে ভিডিও নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে০৫ অক্টোবর ২০২৪ফেসবুকের লাইভ ভিডিও সংরক্ষণের জন্য প্রথমে অ্যাকটিভিটি লগ অপশনে প্রবেশ করে ইয়োর লাইভ ভিডিওস ফিল্টারের মাধ্যমে ভিডিও সম্প্রচারের তারিখ নির্বাচন করতে হবে। এ ছাড়া প্রোফাইল, পেজ বা মেটা বিজনেস স্যুটের ‘ভিডিও’ বা ‘লাইভ’ ট্যাবে গিয়ে পছন্দের ভিডিও নির্বাচন করে ফুল স্ক্রিন মোডে চালু করে তিনটি ডট মেনু থেকে ভিডিও ডাউনলোড অপশন নির্বাচন করা যাবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও সংরক্ষণ করা সম্ভব না হয়, তবে ছয় মাস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে। এ ক্ষেত্রে নোটিফিকেশন থেকে ‘লার্ন মোর’ অপশনে গিয়ে পোস্টপন্ড নির্বাচন করলে ভিডিও মুছে যাওয়ার সময়সীমা বাড়ানো যাবে।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা
আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।
পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া