তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ডিটিজি আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ডিটিজি আয়োজন করেছে। এবারের প্রদর্শনীতে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপানসহ ৩৩ দেশের ১ হাজার ১০০ ব্র্যান্ডের ১ হাজার ৬০০ স্টল রয়েছে।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো.

হাফিজুর রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের ওভারসিজ পরিচালক আকাই লিন বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি শামীম ইসলাম ও পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বিটিএমএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার–সুবিধা হয়তো আর থাকবে না। তখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাই যেকোনোভাবে বিভিন্ন খরচ কমাতে হবে।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতে ইতিমধ্যে প্রায় ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। যার কারণে রপ্তানিমুখী নিট পোশাকের শতভাগ কাপড় সরবরাহের সক্ষমতা তৈরি হয়েছে। সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম ও ব্যাংকের সুদের হার সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারব। আমরা বিনিয়োগকারীরা কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না।

প্রদর্শনীতে তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতি, কাপড়, ফিলামেন্ট, রাসায়নিক, ডাইং প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। এবারের প্রদর্শনীতে ফ্যাশন শোও থাকবে। এ ছাড়া চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৩০ হাজার টাকার শুল্কের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়: শওকত আজিজ

ব্যবসা-বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্রমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ। তিনি বলেন, একসময় বিটিএমএ যন্ত্রাংশ আমদানি করত। যথাযথ হারে শুল্কও দেওয়া হতো। এ নিয়ে বিতর্ক হয়নি। ছাড়পত্র বিটিএমএর পক্ষ থেকেই দেওয়া হতো।

কিন্তু এনবিআর পুরো বিষয়টি নিজের হাতে নেওয়ার পর জটিলতা বেড়েছে। প্রতিটি ধাপে ছাড়পত্র নিতে হয়। সেই সঙ্গে দেখা যায়, ৩০ হাজার টাকা শুল্ক কর জমা দিতে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়। এ বাস্তবতায় তাঁর পরামর্শ, এনবিআর নিজের সম্পদ গঠনমূলক কাজে ব্যবহার করুক।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে আগামী অর্থবছরের বাজেট–সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় এসব কথা বলেন শওকত আজিজ।
এক পণ্যের একাধিক এইচএস কোড আছে বলে মন্তব্য করেন শওকত আজিজ। এ সমস্যা দূর করে এক পণ্য এক এইচএস কোডের অধীন নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি।

করপোরেট কর প্রসঙ্গে বিটিএমএর প্রস্তাব, দেশের তৈরি পোশাক খাতে যে ১২ শতাংশ করারোপ করা হয়েছে, তাদের জন্যও সেই একই হারে করারোপ করা হোক। বস্ত্র ও পোশাক খাত পরস্পরের পরিপূরক। ফলে তাদের এ প্রস্তাব অযৌক্তিক নয় বলেই মনে করেন শওকত আজিজ।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০ হাজার টাকার শুল্কের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়: শওকত আজিজ