মডেলের উচ্চতা সাড়ে ৬ ফুট, প্রেম জীবন নিয়ে অশান্তি
Published: 21st, February 2025 GMT
যুক্তরাজ্যের মডেল চার্লি মিল। দেশটির রাজধানী লন্ডনের কাছের একটি শহরে তার জন্ম। প্রায় ৬ বছর আগে টিসাইডে চলে যান। বর্তমানে সেখানেই তার বসবাস। গোটা পৃথিবীতে মডেলিং করেন এমন নারীর সংখ্যা অগণিত। তাহলে চার্লি কেন আলোচনার বিষয়বস্তু? এ প্রশ্নের উত্তর— চার্লির শারীরিক উচ্চতা।
২৯ বছরের চার্লির উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। তার বয়স যখন ১৪ বছর তখন থেকে চার্লির উচ্চতা এতটা! নিজের উচ্চতা নিয়ে চার্লি বলেন, “আমার উচ্চতা একটি বিশেষ ব্যাপার। সত্যি বলতে, আমার চেয়ে লম্বা কোনো নারীর সঙ্গে কখনো দেখা হয়নি।”
চার্লির শারীরিক উচ্চতা বিশেষ হলেও, অভিশাপ হিসেবে ভর করছিল তার জীবনে। এ মডেল জানান, স্কুলে পড়াকালীন নিজের উচ্চতার জন্য বার বার হেনস্তার শিকার হয়েছি। যারফলে মানসিক অবসাদ চেপে ধরেছিল তাকে। ওজন বেড়ে গিয়েছিল। ২০২০ সালে নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন চার্লি। শুরু করেন মডেলিং আর তাতেই বদলে যায় তার জীবন। প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ আয় করেন চার্লি।
অর্থনৈতিক সংকট চার্লির জীবনে চেপে বসেছিল। এর সমাধান হলেও ব্যক্তিগত জীবন নিয়ে হতাশ। কারণ তার সঙ্গে কোনো পুরুষ প্রেম করতে চায় না। এমনকি, ডেটিং সাইট থেকেও তাকে ব্লক করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারকে চার্লি বলেন, “আমার প্রেমের ভাগ্য খুবই খারাপ। অথবা প্রেমের অভাব! অনেক খাটো ছেলে আছে, যারা আমাকে ভালোবাসে কেবল আমার উচ্চতার জন্য। তারা আমার ভালো গুণাবলী উপেক্ষা করে, কেবল উচ্চতা দেখে।”
অনেক ছেলেই চার্লির উচ্চতা দেখে ভীত। এ তথ্য উল্লেখ করে এই মডেল বলেন, “এমন কিছু ছেলে আছে, যারা আমার উচ্চতা দেখে ভয় পায়। কারণ আমার উচ্চতা পুরুষের মর্যাদা কমিয়ে দেয়। আমার কাছে মনে হয়, এটা তাদের ভেতরে একটা নিরাপত্তাহীনতা তৈরি করে।”
চার্লির ধারণা এখনো সঠিক মানুষের দেখা পাননি তিনি। তার ভাষায়, “আমি মনে করি, আমার উচ্চতা সব ব্যাপারগুলোকে আরো কঠিন করে তোলে। আমার মনে হয়, আমার এখনো সঠিক ব্যক্তির সঙ্গে দেখা হয়নি।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।