সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু
Published: 24th, February 2025 GMT
প্রশাসনের আশ্বাসে সাড়ে ৫ ঘণ্টা পর বিকেল ৩টায় গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এতে সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈরে হাইটেক পার্ক রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা। দুপুরে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আগামী ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি বাস্তবায়িত হবে-এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
আরো পড়ুন:
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ
ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, “শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের জন্য আন্দোলন করছিলেন। কর্মকতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
গাজীপুর/রেজাউল/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ
উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।
বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টায় মাঝিরখোলা রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থী ও রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বুরুলিয়া এলাকায় বিক্ষোভ করছেন। এর পাশেই ঢাকা-উত্তরবঙ্গ রুটের রেললাইনে অবস্থান নিয়েছেন৷ এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়েছে৷
শিক্ষার্থীরা বলছেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ অযৌক্তিক। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এর পাশাপাশি বুধবার সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা রেললাইন ব্লক করে দিয়েছে। এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে।
ঢাকা/রেজাউল/রফিক