নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বে ধারণ করা মারধরের ভিডিও দেখিয়ে এবং স্বামীকে হত্যার ভয় দেখিয়ে ভাড়াটিয়া নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। গত ১৮ ফেব্রুয়ারি রাতে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া মুড়ির মিল সংলগ্ন মনিরের বাড়িতে এই ঘটনা ঘটে বলে উল্লেখ করেন বাদী।

এজাহার সূত্রে জানা যায়, বাদী অভিযুক্ত নাজমুলদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা ও চাকরি করতেন। নাজমুল প্রায় সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিত। প্রেমের সূত্র ধরে বিয়ে হলেও পারিবারিক কারণে তার স্বামী আলাদা বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে বাদীর স্বামী তার সাথে দেখা করতে এলে নাজমুল ও রনি তাকে বাসার সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার গলায় ছুরি ঠেকিয়ে ভিডিও ধারণ করে।

পরে রাত আনুমানিক আড়াইটার দিকে দুই অভিযুক্ত জোরপূর্বক বাদীর বাসায় প্রবেশ করে। তারা পূর্বে ধারণ করা ভিডিও দেখিয়ে স্বামীকে হত্যার হুমকি দেয় এবং বাদীর ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্তরা বাদীর মোবাইল ফোন নিয়ে চলে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়নি। এজন্য ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

ঢাকা/অনিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ