কিউরেটর অস্ট্রেলিয়ান, নতুন পিচে সেমিফাইনাল
Published: 3rd, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটি নতুন এবং সতেজ উইকেটে হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
ভারত তাদের ম্যাচগুলো দুবাইতে খেলছে। এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার দল বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচই হয়েছে ভিন্ন ভিন্ন উইকেটে। কোন উইকেট দু’বার ব্যবহার করা হয়নি।
ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচও হবে নতুন করে প্রস্তুত করা একটি উইকেটে। দুবাই স্টেডিয়ামের কিউরেটর অস্ট্রেলিয়ান। তার নাম ম্যাথু স্যানডেরি। তিনি প্রস্তুত করেছেন এই উইকেট। সেমিফাইনালের জন্য তার প্রস্তুত করা উইকেট ম্যাচের আগের দিন রোহিত শর্মা দেখেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে বলা হচ্ছে ভারত একই ভেন্যুতে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংরা এই অভিযোগ এনেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হোম ভেন্যুর বলা হচ্ছে দুবাইকে।
তবে রোহিত শর্মা তেমনটা মনে করেন না। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটা দুবাই, এটা আমাদের ঘরের মাঠ নয়। সুতরাং এখানে আমরা অনেক বেশি ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্যও নতুন।’
রোহিত শর্মাদের সোমবার ঐচ্ছিক অনুশীলন ছিল। যে কারণে উইকেট দেখার সুযোগ পাননি তারা। তবে আরও একদিন আগে দুবাইতে চলে আসা অস্ট্রেলিয়া ক্রিকেট দল সোমবার দুবাইতে অনুশীলন করেছেন। অজি অধিনায়ক স্টিভ স্মিথ উইকেটও দেখেছেন। তার মনে হয়েছে, শুষ্ক উইকেটই হবে সেমিফাইনালে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ম ফ ইন ল উইক ট
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।