গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার একটি কারখানায় গুজব ছড়িয়ে হামলা, ভাঙচুর ও যানবাহনের অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ওই কারখানার নাম প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড। গতকাল সোমবার রাতে প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা আবদুর রব বাদী হায়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিরা হলেন তুহিন বাবু (২৫), আকতার হোসেন (৩৩), আসাদুল হক (২৬), সাগর প্রধান (২৩), রাসেল (২৩), শাহাদাত হোসেন (১৯)।

আরও পড়ুনগাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ০৩ মার্চ ২০২৫

মামলার এজাহারে বলা হয়েছে, প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানায় গতকাল সকাল ৮টার দিকে গুজব ছড়ান অভিযুক্ত শ্রমিকেরা। তাঁরা কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা শুরু করেন। একপর্যায়ে আশপাশের বিভিন্ন গার্মেন্টসের অজ্ঞাতপরিচয় আসামিদের যোগসাজশে কারখানায় অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। তাঁরা কারখানার নিচতলা থেকে ৭ম তলা পর্যন্ত বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। ভেতরের কয়েকটি কক্ষ ও পার্কিংয়ে থাকা ২টি কাভার্ড ভ্যান, ২টি প্রাইভেট কার ও ৯টি মোটরসাইকেল ভাঙচুর করে সেগুলোতে আগুন দেওয়া হয়।

ওই মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গাজীপুর মহানগরীর বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ