ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে চলতি মাসে আরও দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ও ২৬ মার্চ বুয়েন্স এইরেসে আর্জেন্টিনার বিপক্ষে। এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) দল ঘোষণা করেছে ব্রাজিল। আর সেই দলে ১৬ মাস পর ফিরেছেন নেইমার দ্য সিলভা জুনিয়র।

নেইমার অবশ্য ব্রাজিলের বিশ্বকাপ বাছাপর্বের প্রথম চার ম্যাচে খেলেছিলেন। সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে অবশ্য ব্রাজিল হেরেছিল এবং নেইমার ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। এরপর ইনজুরির কারণে গেল ১৬ মাসে তার আর সুযোগ হয়নি জাতীয় দলে। অবশেষে আবার ডাক পেলেন তিনি।

যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের ১৮ ম্যাচের ১২টি ইতোমধ্যে খেলে ফেলেছে তারা। ১০ দলের গ্রুপে তারা অবস্থান করছে পঞ্চম স্থানে। অবশ্য সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে সেলেসওরা এগিয়ে আছে পাঁচ পয়েন্টে। কনমেবল অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি জায়গা করে নিবে বিশ্বকাপে।

আরো পড়ুন:

আমাজনের এক শহরে বিশাল সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি

ব্রাজিলের ৬ গোল হজমে শুরু, শিরোপা জয়ে শেষ 

নেইমার গেল মাসে বলেছিলেন ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ হবে তার শেষ। সেই পর্যন্ত তার বয়স হবে ৩৪। সাবেক বার্সা তারকা এ পর্যন্ত ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন।

চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে যোগ দিয়ে ১৪ মাস পর গোলও পেয়েছিলেন তিনি। যা ছিল ক্লাবের হয়ে তার ১৩৭তম গোল (২২৯ ম্যাচে)। তার গোলে ভর করে সান্তোস পেয়েছিল ৩-১ ব্যবধানের জয়। সান্তোসের হয়ে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে নেইমার গোল করেছেন ৩টি, অ্যাসিস্ট করেছেন ৩টি এবং ম্যাচসেরা হয়েছেন ৪টি ম্যাচে।

নেইমারের বিষয়ে কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘‘সে সান্তোসে দুটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছে। এর পাশাপাশি, কিছু ম্যাচের শেষের দিকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা ম্যাচগুলো সামনে রেখে তার পারফরম্যান্স নজরদারি করব।’’

বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন।

রক্ষণভাগ: ভেন্ডারসন, ওয়েসলি, লিও ওর্টিজ, দানিলো, গ্যাব্রিয়েল মাগালহাস, মারকুইনহোস, মুরিলো ও গিলের্মে আরানা।

মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, গারসন ও জোয়েলিনটন।

আক্রমণভাগ: নেইমার, এসতোভো, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, সাভিনহো ও ম্যাথিউস কুনহা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন ব ছ ইপর ব পর ব র

এছাড়াও পড়ুন:

মাতারবাড়ি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ অনুমোদন  

বাস্তবায়নাধীন মাতারবাড়ি ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের  বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ৮.৪৪৭৫ টাকা। এ কেন্দ্র থেকে ৩০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনতে মোট ব্যয় হবে ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৫৮৬ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকা।

মাতারবাড়ি ৬০০¬X২ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র ইতোমধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এ কেন্দ্র থেকে উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। বাবিউবোর বোর্ড সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য সিপিজিসিবিএল ও বাবিউবোর মধ্যে ৩০ বছর মেয়াদে স্বাক্ষরিতব্য পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ট্যারিফ স্ট্রাকচার ও লেভেলাইজড ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৮.৪৪৭৫ টাকায় কেনার চুক্তি সম্পাদনের প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে প্রতি বছর প্রায় ৭ হাজার ২৩৩ কোটি ৪৮ লাখ টাকা হিসাবে ৩০ বছর মেয়াদে সিপিজিসিবিএল-কে আনুমানিক ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বর্তমান ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৮.৪৪৭৫ টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষে চূড়ান্ত ব্যয় হিসাব করে পুনরায় ট্যারিফ নির্ধারণ করা হবে।

সিপিজিসিবিএল সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর উৎপাদিত বিদ্যুৎ থেকে যে পরিমাণ লাভ হবে, তা সরকারের লাভ হিসেবে বিবেচিত হবে। 

প্রথম সংশোধিত ডিপিপি একনেকে অনুমোদিত হয় ২০২১ সালের  ২৩ নভম্বর। প্রকল্পের মেয়াদ ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সংস্থার নিজস্ব অর্থায়ন এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের সুমিতোমো কর্পোরেশন, তোশিবা কর্পোরেশন ও আইএইচআই কর্পোরেশন।

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • ঢাবির ৪০ শতাংশ শিক্ষক আন্তর্জাতিক মানের: উপাচার্য
  • আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটেই, চুক্তি চূড়ান্ত সই বাকি
  • মাতারবাড়ি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ অনুমোদন