সবচেয়ে বেশি আয় করা নারীকেন্দ্রিক পাঁচ সিনেমা
Published: 8th, March 2025 GMT
সাধারণত সিনেমার গল্প নায়ক কেন্দ্রিক হয়ে থাকে। তবে এই ধারায় অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নারীকেন্দ্রিক সিনেমা নির্মিত হচ্ছে। পঞ্চাশ দশকের মতো এখনো বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণ করছেন পরিচালকরা। বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা নারীকেন্দ্রিক সেরা পাঁচ বলিউড সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
দ্য কেরালা স্টোরি
সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ২০২৩ সালের ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় বিতর্কিত এটি। সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই বিতর্ক গভীরভাবে দানা বাঁধে। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। সিনেমাটির প্রধান প্রধান নারী চরিত্রে অভিনয় করেন— আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি। এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। মোট আয় করে ২২০ কোটি ৭৫ লাখ রুপি (নিট)। এর মধ্য দিয়ে সর্বোচ্চ আয়কারী নারী কেন্দ্রিক হিন্দি সিনেমা হয়ে ওঠে।
তনু ওয়েডস মনু রিটার্নস
কঙ্গনা রাণৌত অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘তনু ওয়েডস মনু রিটার্নস’। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। তার বিপরীতে অভিনয় করেন আর.
আরো পড়ুন:
নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী
কেন এক বছর কথা বলেননি কারিনা-করন?
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
সঞ্জয়লীলা বানসালি নির্মিত আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এ সিনেমা নিয়েও বিতর্ক কম হয়নি। সর্বশেষ মুক্তিতে নিষেধাজ্ঞা দেন আদালত। সব বাধা কাটিয়ে সিনেমাটি ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। তারপর থেকে প্রশংসা কুড়াতে থাকেন এ সিনেমার প্রধান নারী চরিত্র রূপায়নকারী অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন মহেশ কন্যা। সিনেমাটি বক্স অফিসে আয় করে ১২৬ কোটি ২৫ লাখ রুপি (নিট)।
রাজি
আলিয়া ভাট অভিনীত আরেকটি আলোচিত সিনেমা ‘রাজি’। মেঘনা গুলজার নির্মিত এই সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করেন আলিয়া। তার ক্যারিয়ারের একক ব্লকবাস্টার সিনেমা এটি। ইন্ডিয়ান স্পাই হিসেবে পাকিস্তানে বসবাস করেন আলিয়া। ফলে প্রতিটি সিক্যুয়েন্স টানটান উত্তেজনা অনুভব করেন দর্শকরা। ২০১৮ সালের ১১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। বক্স অফিসে ১২২ কোটি ৫০ লাখ রুপি (নিট) আয় করে সিনেমাটি।
মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি
কঙ্গনা রাণৌত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। পাশাপাশি তেলেগু নির্মাতা রাধাকৃষ্ণ জাগারলামুড়ির সঙ্গে এটি পরিচালনা করেন এই অভিনেত্রী। বক্স অফিসে এটি আয় করে ৯০ কোটি ৭৫ লাখ রুপি (নিট)।
তথ্যসূত্র: পিঙ্কভিলা, বলিউড হাঙ্গামা
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে গুরুত্ব আরোপ
কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ পরস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার দুজনকে করা এ ফোন কলে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া দুই
ফোনালাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মার্কো রুবিও বলেন, তিনি পেহেলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করছেন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে তিনি আরও বলেন, ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে, কারণ এখনও পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনও প্রমাণ প্রকাশ করেনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতকে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য বলেছেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে রুবিও- ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
তিনি এক বিবৃতিতে বলেছেন, রুবিও এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ভারতের উস্কানিমূলক আচরণ শুধু উত্তেজনাই বাড়াচ্ছে এবং পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে বিভ্রান্ত করছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, যেন তারা ভারতের ওপর দায়িত্বশীল আচরণ ও ভাষার ব্যবহার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করে।
এর আগে গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।
এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তারা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। বর্তমানে এ ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
তাছাড়া, হামলার পরে দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সূত্র-এএফপি