কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ সময় বাসযাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতৈলে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাসচালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির সময় তিনজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ায় ডাকাতির ঘটনায় এসবি সুপার ডিলাক্স বাসের চালক আমজাদ হোসেন বলেন, রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে তাদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশে ছাড়ে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সাহ্‌রি শেষ করে মেহেরপুরের দিকে যাচ্ছিলাম। ভোর রাত সাড়ে ৪টার দিকে মিরপুর উপজেলার ভাঙ্গা বটতৈলে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এ সময় বাসের পাশাপাশি কয়েকটি ট্রাক ও নছিমন আটকা পড়ে। এর পর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে বাস থামাতে বলে। তিনি বলেন, আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এর পর যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের টাকা, মোবাইল ও অন্যান্য মালপত্র নিয়ে যায়।

আহত চালক আরও বলেন, বাসের পাশে আটকে পড়া গাড়িগুলোতেও ডাকাতি করেছে তারা। তাদের মারধরও করা হয়েছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত চলছে।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।

মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির সময় আটক
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় তিনজনকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার দুপুর ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন– টেকনাফ সদর ইউনিয়নের রাকিব আহমেদ (২৭), ওমর ফারুক (৩০) ও হাতিয়ার ঘোনার রুবেল।

ভুক্তভোগী নারী খুরশিদা বেগম বলেন, দুপুরে টেকনাফ থেকে অটোরিকশায় আমরা চারজন বাড়ি ফিরছিলাম। পথে তিন যুবক মোটরসাইকেলে আমাদের পেছনে আসতে থাকে। এক পর্যায়ে মুন্ডার ডেইল এলাকায় অটোরিকশা থামিয়ে মারধর ও ছুরি দেখিয়ে টাকা দিতে বলে। তখন স্থানীয়রা তাদের মোটরসাইকেলসহ আটক করে পুলিশকে দেন।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মেরিন ড্রাইভে তিন যুবককে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের ধরে এনেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ১ জন, আইসিইউতে ৩ জন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজন লাইফ সাপোর্টে আছেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোনে দগ্ধ ৩৩ জনের মধ্যে ২৭ জনই শিশু। তাদের মধ্যে তিনজন সংকটাপন্ন অবস্থায় আছে। ওই তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। একটু কম গুরুতর ৯ জন সিভিআর ক্যাটাগরিতে আছে। 

ডা. মোহাম্মদ নাসির উদ্দিন আরো জানান, আজ সোমবার আরো তিনজনকে রিলিজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে, আবহাওয়া খারাপ থাকায় তাদের ড্রেসিং দরকার মনে করে ছাড়পত্র দেওয়া হয়নি। চলতি সপ্তাহে আরো কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা আছে।

মাইলস্টোনে দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন। মোট মৃত্যুর সংখ্যা জানাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ

  • বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ১ জন, আইসিইউতে ৩ জন