ইমরান-আকরামের মুখে পাকিস্তানের বিশ্বজয়ের গল্প
Published: 25th, March 2025 GMT
দুই সপ্তাহ আগেও যে দলটি তাদের অধিনায়কের মতে, ‘মানসিকভাবে তলানিতে ছিল’—সেই দলটাই কফিন থেকে উঠে বিশ্বকাপ জিতে নিলে কেমন লাগবে? কল্পনার রথ সর্বোচ্চ ছুটিয়েও হয়তো এমন কিছু ভাবা কঠিন। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয় সেই অসম্ভবকেই সম্ভব করার গল্প। ৩৩ বছর আগের সেই দিনও ছিল রোজার মধ্যে। ১৮তম রোজা—বিকেলের দিকে পাকিস্তানের সাধারণ মানুষ ইফতার ভুলে পিলপিল করে ঘর থেকে বেরিয়ে এসেছিল। রাস্তায় রাস্তায় তুমুল উল্লাস–উদ্যাপন। যেন নতুন জীবন পেয়েছে পাকিস্তান, পাকিস্তানের সাধারণ মানুষ! রমিজ রাজা ঠিক এ কথাই বলেছিলেন পাকিস্তানের ’৯২ বিশ্বকাপ জয়ের ২৫ বছর পূর্তিতে জিও নিউজের আয়োজনে। সেটা ২০১৭ সাল। ’৯২ বিশ্বকাপ জয়ের নায়ক ইমরান, ওয়াসিম আকরাম, ইনজামাম–উল–হক, মঈন খান, মুশতাক আহমেদদের নিয়ে আয়োজিত সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রমিজ—সাবেক এ ওপেনার নিজেও সেই দলটির একজন। সেই অনুষ্ঠানে পাকিস্তানের সে দলটির সাত নায়ক মিলে আড্ডার মেজাজে অনেক গল্পসল্পই করেছেন সেসব দিনের। আজ পাকিস্তানের বিশ্বকাপ জয়ের ৩৩ বছর পূর্তিতে গল্পগুলো শোনা যাক—
অধিনায়ক ইমরান যথারীতি অনুষ্ঠানের মধ্যমণি। ’৯২ বিশ্বকাপ জয়ে তাঁর নেতৃত্বগুণকে আরও একবার স্বীকৃতি দিতে করতালিতে সিক্ত করলেন বাকি ছয়জন। অধিনায়কের প্রতি সম্মানবোধ সবার এতই বেশি যে তিন দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সেটা দেখা গেল—ইমরান আসন গ্রহণের পর বাকিরা বসলেন। শুধু ইমরানই পায়ের ওপর পা তুলে বসলেন, বাকিরা তাঁর সামনে চেয়ারে আরাম করে গা এলিয়ে দিলেও আদবটা থাকল চোখেমুখে।
রমিজের শুরুটাও হলো এমনই এক প্রসঙ্গে—ইমরানকে বললেন, মনে হচ্ছে ড্রেসিংরুমে ফিরে গেছি এবং আগের মতোই আপনাকে আমরা ভয় পাই। তবে রাজনীতিতে যেহেতু জড়িয়েছেন, এখন নিশ্চয়ই ভিন্নমত মেনে নিতে পারেন? পাশাপাশি হাসতে হাসতে রমিজ আরেকটি প্রশ্নও তুললেন, এমন একটা ‘ফাটেচার’ (উর্দু শব্দ—বাংলায় জীর্ণশীর্ণ) দল নিয়েও ইমরান কীভাবে কাপ জয়ের স্বপ্ন দেখলেন?
আরও পড়ুন‘আমার ভাই যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে’, তামিমকে নিয়ে সাকিব৯ ঘণ্টা আগে’৯২ বিশ্বকাপ জিতে রাজনৈতিক দল তেহরিক–ই–ইনসাফ গঠন করা ইমরান তখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হননি। গলায় গাম্ভীর্য ও আভিজাত্য ঝরিয়ে ইমরান উত্তর দেন, ‘দুটো কারণে। প্রথম কারণ হলো তখন তোমরা সবাই খুব তরুণ ছিলে, আর আমি চল্লিশের কাছাকাছি। মুশতাক দু–তিন বছর এসেছে, ওয়াসিম সেরা সময়ে ছিল। তো, সবাই কম বয়সী হওয়ায় সম্ভবত আমাকে নিয়ে ভীতি ছিল। কিন্তু আমি কাউকে কখনো কামড় দিইনি।’ রমিজ ফোড়ন কাটেন, ‘এখন তো এটাই বলবেন!’
হাসির রোল থামার পর ইমরান দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন, ‘বিশ্বকাপে তিনবার অধিনায়কত্ব করেছি। ’৮৩ বিশ্বকাপের দল ভালো না খারাপ ছিল.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক প জয় র অন ষ ঠ ন ইমর ন
এছাড়াও পড়ুন:
মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
এমন পারফরম্যান্সই তো চাওয়ার থাকে ভালো দলের কাছে। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সাদমান ইসলামের সেঞ্চুরি, তাইজুল ইসলামের ৯ উইকেট শিকারে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় এনে দেয় বাংলাদেশকে। প্রথম টেস্ট হারের পর যে সমালোচনা হয়েছিল, তার জবাবটা বোধ হয় দ্বিতীয় টেস্ট তিন দিনে জিতে দিয়ে দিলেন নাজমুল হোসেন শান্তরা। ‘বাউন্স ব্যাক’ করে সিরিজ ড্র ১-১-এ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বীরোচিত পারফরম্যান্স ছিল টাইগারদের। এটি সম্ভব হয়েছে পছন্দের উইকেটে খেলা হওয়ায়। স্পিন ভুবনে উইকেট উৎসব করেছেন তাইজুল, মিরাজ গাঁটছড়া বেঁধে। সিরিজ নির্ধারণী টেস্টে দুটি সেঞ্চুরি দারুণ অর্জন অধারাবাহিক ব্যাটিং লাইনআপের। এই টেস্টে ওপেনিং জুটি ভালো করেছে। লম্বা সময় পর টেস্ট খেলার সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ভালোই সঙ্গ দেন সাদমানকে। লোয়ার মিডলঅর্ডারে মিরাজের লড়াই ছিল দেখার মতো।
টেলএন্ডারদের নিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। শেষ ৩ উইকেটে তৃতীয় দিন ১৫৩ রান যোগ করেন। বাংলাদেশকে পৌঁছে দেন ৪৪৪ রানে। ২১৭ রানের লিড থাকায় ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখায়। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে সে স্বপ্ন পূরণ হয়। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার তাঁর।
গত বছর দেশের মাটিতে টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২৫ সালের শুরুটাও ভালো ছিল না। সিলেটে জিম্বাবুয়ের কাছে হেরেছে। সিরিজ বাঁচাতে চট্টগ্রামে জিততেই হতো। লক্ষ্যে পৌঁছাতে কন্ডিশনেও পরিবর্তন আনা হয়। চট্টগ্রামের উইকেটে খেলা হয় দ্বিতীয় টেস্ট। যেখানে শাসন ছিল স্পিনারদের। পছন্দের উইকেট পাওয়ায় তিন স্পিনার নিয়ে খেলে বাংলাদেশ। তিনজনই দারুণ বোলিং করেন প্রথম থেকে।
দীর্ঘ বিরতির পর টেস্ট খেলার সুযোগ পাওয়া অফস্পিনার নাঈম হাসান চ্যালেঞ্জ নিয়ে বোলিং করে গেছেন। বেশি উইকেট না পেলেও এক প্রান্তে ব্যাটারদের চাপে ফেলেছেন। যার সুফল তাইজুল ও মিরাজ পেয়েছেন অন্য প্রান্তে। প্রথম দিন শেষ সেশনে ব্রেক থ্রু দেন তিনি। বাঁহাতি স্পিনার পরে পিক করে ৬ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করে। পরের দিন এক বল খেলে ওই রানেই অলআউট হয়। বাংলাদেশ ব্যাটিং শুরু করে বড় লক্ষ্য নিয়ে। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১১৮ রানের ওপেনিং জুটি করায় প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া সহজ হয়। সাদমানের সেঞ্চুরি ও মুমিনুল হক, মুশফিকুর রহিম কিছু রান করায় ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
সেদিন সংবাদ সম্মেলনে সাদমান আশা প্রকাশ করেন, মিরাজ ও তাইজুল জুটি করবেন। অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি দু’জনের। বেশি ভালো করেছেন পেসার তানজিম হাসান সাকিব। মিরাজের সঙ্গে ১৫৬ বলে ৯৬ রানের জুটি। অভিষেক টেস্টে সাকিবের ব্যাটিং দারুণ লেগেছে অধিনায়ক শান্তর কাছে। ৮০ বলে ৪১ রান করেন তিনি। সবচেয়ে বড় কথা, মাথায় বল লাগার পরও বিচলিত হননি তিনি। মিরাজ ছাড়া চট্টগ্রাম টেস্টের প্রাপ্তি হিসেবে ওপেনিং জুটির ভালো খেলা, সাদমানের সেঞ্চুরি, তাইজুলের ৫ উইকেট শিকার ও সাকিবের রান করাকে মনে করেন শান্ত।
শেষের তিন উইকেটে তৃতীয় দিন প্রায় দুই সেশন ব্যাট করে বাংলাদেশ। তাইজুল, সাকিব ও হাসানকে নিয়ে ১৫৩ রান যোগ করে। মিরাজ ১০৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজাকে উইকেট দেন। নার্ভাস নাইটির ঘরে প্রবেশ করে কিছুটা ঝুঁকির মুখে ছিলেন মিরাজ। ৯৮ রানে পৌঁছানোর পর সেঞ্চুরি ছুঁতে দুই রান নিতে চেয়েছিলেন। কিন্তু ফিল্ডারের কাছে বল চলে যাওয়ায় এক রানে থামতে হয়। তখন স্ট্রাইকে হাসান থাকায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। ড্রেসিংরুমে খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই দাঁড়িয়ে গিয়েছিলেন। কখন হাসান আউট হয়ে যায়, সে ভয় কাজ করছিল হয়তো। কিন্তু হাসান ছিলেন দৃঢ়চেতা। মাসাকাদজাকে ডিফেন্স করে স্বস্তি দেন।
মিরাজ স্ট্রাইকে এসে মেদেভেরের প্রথম দুই বলে ঝুঁকি নেননি। তৃতীয় বলে এক রান নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ নেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় মিরাজ। প্রথম ম্যাচের উভয় ইনিংসে ৫ উইকেট করে ছিল তাঁর। চট্টগ্রামে অতীতের সব পারফরম্যান্স ছাড়িয়ে গেছেন। সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেটপ্রাপ্তি, দুই হাজার রানের মাইলফলক পেয়েছেন। ২০২১ সালে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২১৭ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১১ রানে। ফ্লাডলাইটের আলো জ্বেলে নির্ধারিত সময়ের বেশি খেলান আম্পায়াররা। প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হয়। জিম্বাবুয়ে ক্রিকেটাররা তাতে আপত্তি করেননি। তাইজুল ৩, নাঈম ১ ও মিরাজ ৫ উইকেট নিলে ম্যাচ শেষ হয়।
সিলেটে প্রথম টেস্ট হারের পর চট্টগ্রামে প্রভাব বিস্তার করে খেলে ম্যাচ জেতার পরও খুশি নন অধিনায়ক শান্ত, ‘আমি টেস্ট সিরিজ ড্র করে খুশি না। কারণ, প্রথম টেস্টে আমরা একেবারেই ভালো খেলিনি। এই টেস্টে একপেশে খেলে জিতলেও সিরিজে আরও ভালো খেলা উচিত ছিল। সিরিজটি জিততে হতো।’ টাইগার দলপতি জানান, এই পারফরম্যান্স শ্রীলঙ্কা সফরে কাজে দেবে। দেশের মাটিতে স্পোর্টিং উইকেট বানিয়ে বিদেশে খেলার পরিবেশ তৈরি করছিল বিসিবি। ২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজ থেকে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে। কিউইদের বিপক্ষে সিলেটে ঐতিহাসিক জয় পেলেও মিরপুর থেকে হারতে শুরু করে। দেশের মাটিতে টানা ছয় হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।