তামিমকে ঢাকার হাসপাতালে আনার সিদ্ধান্ত
Published: 25th, March 2025 GMT
জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে। ইফতারের পর এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হবে বলে জানা গেছে।
তামিমের পরিবার তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে। আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এর আগে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, সন্ধ্যার পর তামিমকে ঢাকায় আনা হতে পারে।
সোমবার ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম। সেখানে হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজে হাসপাতালে। সেখান দ্রুত তার হার্টে রিং পরানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। গতকালই তামিমের জ্ঞান ফিরেছিল এবং পরিবারের সঙ্গে কথা বলেছিলেন।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে কেপিজে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তামিম ভালো আছেন। দ্রুত উন্নতি করছেন এবং তার শঙ্কা কেটে গেছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে তামিমকে অন্য কোথায় স্থানান্তর না করার পরামর্শ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। যদিও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা পরিবারের হাতে ছেড়ে দেন।
পরিবার তামিমকে ঢাকা আনার ইচ্ছের কথা জানালে কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড বসান। বোর্ডের সিদ্ধান্তে জানানো হয়, হাসপাতাল পরিবর্তন করলে এই মুহূর্তে খুব একটা ঝুঁকি নেই। জানা গেছে, তামিম নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। এরপরই তার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল পর ব র
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
আবেদন যেভাবে—
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫