প্রায় দুই বছর ধরে আটকে থাকার পর সার্টিফিকেশন সনদ পেল নির্মাতা কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র ‘অন্যদিন...’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন গতকাল প্রথম আলোকে জানান, সিনেমাটি সার্টিফিকেশন সনদ পেয়েছে।

আরও পড়ুনএখনো ছবি আটকে আছে কেন২৬ ফেব্রুয়ারি ২০২৫

২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড)। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এরপর থেকে ছবিটি আটকে ছিল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আটকে থাকা ছবি নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর সার্টিফিকেশন বোর্ড ছবিটিকে মুক্তির ছাড়পত্র দিল।

নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘রাজনীতি বাদে শিল্প মানে ভণ্ডামি। যদিও মানুষের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, তবু এই খবরে আমার মনে হচ্ছে, আজকে গুমঘর থেকে মুক্তি পেল “অন্যদিন…”’

নির্মাতা কামার আহমাদ সাইমন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তুসুকা গ্রুপের ছয় কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা

কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

প্রতিষ্ঠানগুলো হলো- তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।

কারখানা গেটে সাঁটানো নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, উল্লেখিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভিতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার হতে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সকল কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।

আরো পড়ুন:

শ্রমিকের আত্মহত্যা: ২ কর্মকর্তাকে অব্যাহতি, পরিবারকে সহায়তা 

খুলনায় ৩ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল

এদিকে, গত শনিবার থেকে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এরই মধ্যে, ছয় কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, ‘‘শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। তবুও, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর পেছনে, বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠান ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ